ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

মা’দক মামলায় গ্রে’ফতার জনপ্রিয় অভিনেতা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১৬:১২:২৯
মা’দক মামলায় গ্রে’ফতার জনপ্রিয় অভিনেতা

হাসান: বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা দোহুকান গুঙ্গরকে গ্রেফতার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চলমান এক বিস্তৃত তদন্তের অংশ হিসেবেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি তুরস্কজুড়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গণমাধ্যম, শিল্প-সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের একাধিক পরিচিত মুখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও তদন্তের পরিধি আরও বিস্তৃত হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ নিয়ে মুখ খুলছে না নিরাপত্তা বাহিনী

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা দোহুকান গুঙ্গরের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলমান থাকায় দেশের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখা হচ্ছে বলেও জানানো হয়।

এই ঘটনায় তুরস্কের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনপ্রিয় অভিনেতার নাম জড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে বিস্ময় ও উদ্বেগ।

থিয়েটার থেকে টেলিভিশন দোহুকান গুঙ্গরের অভিনয়যাত্রা

গ্রেফতার হওয়া দোহুকান গুঙ্গর জন্মগ্রহণ করেন ১ জুলাই ১৯৯৬, তুরস্কের রাজধানী আঙ্কারায়। তিনি বেকেন্ট বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ধ্রুপদী ও আধুনিক থিয়েটারে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

তার উল্লেখযোগ্য মঞ্চাভিনয়ের মধ্যে রয়েছে ‘ওথেলো’, ‘বিজিম কোয়ুন আদেতি’ এবং ‘হিক কিমসেনিন ওইকুসু’ (কারো গল্প নয়)। ছোট পর্দায় জনপ্রিয় সিরিজ ‘ওয়ান লাভ’-এ অভিনয়ের মাধ্যমেও দর্শকমহলে প্রশংসা কুড়ান তিনি। সর্বশেষ ‘কিলজিলজিক শেরবেতি’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।

মাদক চক্র ভাঙতে অক্টোবর থেকে চলমান অভিযান

তুরস্কে এই মাদকবিরোধী অভিযান শুরু হয় গত অক্টোবর থেকে। এর মূল লক্ষ্য ছিল সংগীতশিল্পী, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ মাদকচক্র। অভিযানের অংশ হিসেবে নিয়মিত জিজ্ঞাসাবাদ ছাড়াও সন্দেহভাজনদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

এর আগে এই অভিযানে হ্যাবারতুর্ক টিভির প্রধান সম্পাদক মেহমেত আকিফ এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসিকে গ্রেফতার করা হয়েছিল, যা তুরস্কের মিডিয়া অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দেয়।

চলমান তদন্তে দোহুকান গুঙ্গরের বিরুদ্ধে কী সিদ্ধান্ত আসে, সে দিকেই এখন নজর তুরস্কসহ আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ