ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিসিবি ও আইসিসির ভার্চুয়াল কল: যে সিদ্ধান্ত আসলো ভারতে খেলা নিয়ে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৭ ২৩:৪১:৪৭
বিসিবি ও আইসিসির ভার্চুয়াল কল: যে সিদ্ধান্ত আসলো ভারতে খেলা নিয়ে

হাসান: ভারতের মাটিতে টিম টাইগার্সের নিরাপত্তা এবং মোস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে উত্তাল বিশ্ব ক্রিকেট। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের নির্যাস নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং বিসিবির পাল্টাপাল্টি তথ্যে বিশ্বকাপ ভাগ্য এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

ইএসপিএনক্রিকইনফো বনাম বিসিবি: কার দাবি সঠিক?ক্রিকেটভিত্তিক প্রভাবশালী মাধ্যম ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছে। তাদের মতে, আইসিসি স্পষ্ট জানিয়েছে খেলতে হলে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে। তবে বিসিবি এই খবরকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছে। বোর্ডের দাবি, আইসিসি কোনো আল্টিমেটাম বা হুমকি দেয়নি; বরং বিষয়টি এখনো আলোচনার টেবিলে সক্রিয় রয়েছে।

মুস্তাফিজ ইস্যু ও নিরাপত্তার কাঁটাএই সংকটের মূলে রয়েছে আইপিএল থেকে মুস্তাফিজের রহস্যজনক বিদায়। কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিলেও ভারতের কিছু গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই তাকে বাদ দিতে বাধ্য করে। আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই নেওয়া এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিবি। তাদের আশঙ্কা, যেখানে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দল ভারতের মাটিতে কতটা নিরাপদ থাকবে?

বিশ্বকাপ সূচি ও বাংলাদেশের চ্যালেঞ্জআগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে (নেপালের বিপক্ষে) অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কাও, তাই বিসিবি তাদের ম্যাচগুলো দ্বীপরাষ্ট্রে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

বিবৃতিহীন নীরবতা ও কূটনীতিবিসিবি, আইসিসি কিংবা বিসিসিআই বৈঠক শেষে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই নীরবতা সংকটকে আরও রহস্যময় করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল মাঠের লড়াই নয়, বরং ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রীড়াকূটনীতির এক বিশাল পরীক্ষা। শেষ পর্যন্ত বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ভেন্যু বিতর্ক বিসিবি আইসিসি ভার্চুয়াল বৈঠক মোস্তাফিজুর রহমান আইপিএল বাদ আপডেট বাংলাদেশ ক্রিকেট নিরাপত্তা ভারত শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ইএসপিএনক্রিকইনফো বিসিবি নিউজ আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজ ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট বাংলাদেশ কেকেআর মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সূচি বাংলাদেশ আইসিসি আল্টিমেটাম বিসিবি ক্রিকেট কূটনীতি ভারত বাংলাদেশ মোস্তাফিজ বাদ পড়ার আসল কারণ বাংলাদেশ বনাম নেপাল মুম্বাই ম্যাচ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বক্তব্য ICC T20 World Cup 2026 Venue Controversy BCB vs ICC Virtual Meeting Update Mustafizur Rahman IPL KKR Issue Bangladesh Security Concerns India World Cup Relocate Bangladesh Matches to Sri Lanka ESPN Cricinfo BCB News Today BCCI Mustafizur Rahman Decision T20 WC 2026 Bangladesh Schedule India ICC Points Penalty Bangladesh Mustafizur Rahman 9.2 Crore KKR India vs Bangladesh Cricket Politics T20 World Cup 2026 Group C Venue Mustafizur Rahman Security Issue BCB Formal Letter to ICC Future of Bangladesh in T20 WC 2026

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ