ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

বছরের শুরুতেই বড় ধাক্কা: এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, দেখুন মূল্য

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ২১:০৬:০৩
বছরের শুরুতেই বড় ধাক্কা: এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, দেখুন মূল্য

হাসান: ঊর্ধ্বমুখী বাজারদরের মধ্যে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেলেন রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীরা। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। এর আগে ডিসেম্বর মাসে এই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা।

আজ সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকরবিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে এই নতুন মূল্যতালিকা কার্যকর হবে। সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম (সৌদি সিপি) অনুযায়ী প্রতি মাসেই দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাবে দেশীয় বাজারেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

পরিবহন খরচও বাড়ছে: অটোগ্যাসের নতুন দামরান্নার গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও বড় পরিবর্তন এসেছে। প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা। ফলে গাড়ি চালকদেরও এখন থেকে বাড়তি জ্বালানি খরচ বহন করতে হবে।

টানা দ্বিতীয় মাসে পকেটে টানমধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, এটি টানা দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধির ঘটনা। গত ডিসেম্বর মাসেও ১২ কেজির সিলিন্ডারে ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। নতুন বছরের শুরুতেই এই ৫৩ টাকার বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের চাপ তৈরি করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। উল্লেখ্য, সরকারিভাবে দাম ১৩০৬ টাকা নির্ধারণ করা হলেও খুচরা বাজারে নির্ধারিত দামে গ্যাস পাওয়া নিয়ে ভোক্তাদের মাঝে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

ট্যাগ: আজকের এলপিজি গ্যাসের দাম ২০২৬ বিইআরসি নতুন রেট জানুয়ারি ২০২৬ ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কত এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি আজ অটোগ্যাসের নতুন দাম ২০২৬ বিইআরসি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন বাংলাদেশে রান্নার গ্যাসের দাম আপডেট ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১৩০৬ টাকা সৌদি সিপির প্রভাব এলপিজি অটোগ্যাস লিটার প্রতি রেট এলপিজি সিলিন্ডার মূল্য তালিকা ২০২৬ বিডি এলপিজি প্রাইস আপডেট জানুয়ারি মাসে গ্যাসের নতুন দাম এলপিজি মার্কেট আপডেট বাংলাদেশ জ্বালানি খাতের সর্বশেষ খবর LPG Gas Price in Bangladesh January 2026 BERC LPG New Rate Update 12kg LPG Cylinder Price Today Autogas Price in BD Jan 2026 LPG Price Hike Bangladesh News BERC Latest Notification on Gas Price Domestic Cooking Gas Rate BD Saudi CP Impact on LPG BD New LPG Cylinder Price 1306 BDT Energy Regulatory Commission Bangladesh Update Autogas Rate 59.80 BDT LPG Market News Today 12kg Gas Cylinder Price Hike LPG Price Trend 2026 Bangladesh Fuel Price Update Bangladesh

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ