ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

নবম পে স্কেলে বড় সুখবর: গ্রেড বহাল রেখে বেতন বাড়বে ৯০ শতাংশ-দেখুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ১৭:৩৪:০১
নবম পে স্কেলে বড় সুখবর: গ্রেড বহাল রেখে বেতন বাড়বে ৯০ শতাংশ-দেখুন বিস্তারিত

রাকিব: দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল। জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কমিশনের প্রস্তাবে বর্তমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে গ্রেডভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে।

কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশপত্র বা চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহেই এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

গ্রেড কাঠামো অপরিবর্তিত, বাড়ছে বেতন

নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের শুরু থেকেই সরকারি চাকরিতে গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘ আলোচনা, আর্থিক বিশ্লেষণ ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় বেতন কমিশন বিদ্যমান ১৬ গ্রেডের কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে।

কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সুফল পাবেন। এতে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কিছুটা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকদের জন্য আলাদা কাঠামো, ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব

নতুন বেতন কাঠামোর সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরেই শিক্ষক সমাজ এ ধরনের দাবিতে আন্দোলন করে আসছিল।

এ ছাড়া, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাবও রাখা হয়েছে কমিশনের সুপারিশে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অংশের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবেই এসব প্রস্তাব যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এখন সিদ্ধান্ত সরকারের হাতে

জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হবে। এরপর বিষয়টি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন পেলে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর হবে।

সব মিলিয়ে, এখন সবকিছুই সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পেতে যাচ্ছেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ