ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

শনিবার কোথায়, কখন বিদ্যুৎ বন্ধ থাকবে: এক নজরে দেখুন পূর্ণ তালিকা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ০১:০৫:৫১
শনিবার কোথায়, কখন বিদ্যুৎ বন্ধ থাকবে: এক নজরে দেখুন পূর্ণ তালিকা

হাসান: ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা কর্তনের কাজের কারণে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট, ফরিদপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCL)। তবে প্রতিটি এলাকায় বিদ্যুৎ বন্ধের কারণ ও সময়সূচি ভিন্ন ভিন্ন।

সিলেট: সকাল ৯টা থেকে বিকেল ৫টা

ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডাল কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাইকমিশন এলাকা, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশের অঞ্চলে।

ফরিদপুর: টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের প্রস্তুতি হিসেবে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সার্কিট হাউস, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল এলাকা, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মৌলভীবাজার: সকাল ৭টা থেকে দুপুর ২টা

৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের কারণে মৌলভীবাজারে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এ সময় ১১ কেভি ডিসি, সোনাপুর, পিটিআই, ধরকাপন, সদর হাসপাতাল, কুসুমবাগ ও কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে মৌলভীবাজার শহরের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস এলাকা, উত্তর ও দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুনন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোডে।

এ ছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও আশপাশের এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ