ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

রাজধানীতে সিলিন্ডার ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ২৩:৩৭:৩৯
রাজধানীতে সিলিন্ডার ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

হাসান: রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী–জুরাইন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও গত দুই মাস ধরে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেন তিনি।

তিনি আরও জানান, রাতে খবর পান কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, কারা বা কী কারণে তার ভাইকে হত্যা করেছে তা এখনো তারা নিশ্চিতভাবে জানেন না।

এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জেরেই শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি আগে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেছিলেন। হত্যাকাণ্ডে জড়িতরা স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে, এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ