ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৩ জানুয়ারি)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ১৬:১৫:৪৭
স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৩ জানুয়ারি)

রাকিব: ঊর্ধ্বমুখী বাজারে কিছুটা লাগাম টেনে দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর নির্ধারণ করা হয়, যা আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

স্বর্ণের নতুন বাজারদরবাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও কমেছে সমানতালে:

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

তবে মনে রাখতে হবে, বাজুস নির্ধারিত এই মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারিত হবে।

স্বর্ণের সাথে পাল্লা দিয়ে কমল রুপার দামস্বর্ণের পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহৃত রুপার দামেও বড় পতন এসেছে। ভরিতে ৫২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এখন থেকে ৩ হাজার ৩৮৩ টাকায় পাওয়া যাবে।

বাজুস জানিয়েছে, বিশ্ববাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতেই তারা দেশীয় বাজারে এই সমন্বয় করেছেন। বিয়ের মৌসুমে স্বর্ণের দামের এই পতন ক্রেতাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফেরাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ট্যাগ: ২২ ক্যারেট স্বর্ণের দাম কত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিউজ Gold Price in Bangladesh Today 2026 BAJUS Gold Rate Update আজকের স্বর্ণের দাম ৩ জানুয়ারি ২০২৬ বাংলাদেশে স্বর্ণের নতুন দাম বাজুস আজকের স্বর্ণের রেট বাংলাদেশে রুপার দাম জানুয়ারি ২০২৬ স্বর্ণের দাম কমার খবর আজ তেজাবি স্বর্ণের দাম কত বাজুস প্রেস রিলিজ ২০২৬ স্বর্ণ ও রুপার লেটেস্ট প্রাইস জুয়েলারি শপ ভ্যাট ও মজুরি বিয়েতে স্বর্ণের বাজারদর ২২ ক্যারেট গোল্ড প্রাইস বিডি ১ ভরি স্বর্ণের দাম কত বাংলাদেশে রূপার বর্তমান মূল্য 22K Gold Price BD Jan 3 Silver Price in Bangladesh 2026 Gold Price Drop News BD Todays Gold Rate Bangladesh BAJUS Latest Announcement 18K Gold Price BD Sanatan Gold Rate Jewelry VAT and Wage Rules BD Bangladesh Jewellery Association News New Year Gold Price Offer Silver Rate BD Today Pure Gold Price BD Lowest Gold Price 2026

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ