ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

পে-কমিশনের বৈঠক: ১:৮ অনুপাতে বেতন কত হবে?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১২:৪৩:৫১
পে-কমিশনের বৈঠক: ১:৮ অনুপাতে বেতন কত হবে?

রাকিব: সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল প্রণয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পে-কমিশন। বেতন কাঠামোর মূল ভিত্তি হিসেবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পে-কমিশনের পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নতুন পে-স্কেলের বিভিন্ন কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায় কমিশন।

বেতন ব্যবধান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

সভায় বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তরের ব্যবধান নির্ধারণে ১:৮, ১:১০ ও ১:১২ এই তিনটি বিকল্প প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন ১:৮ অনুপাতকেই চূড়ান্তভাবে অনুমোদন দেয়। অর্থাৎ, সর্বনিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন যদি ১ ধরা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে ৮।

কমিশন সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত সরকারি চাকরিতে বিদ্যমান বেতন বৈষম্য কমাতে সহায়ক হবে এবং তুলনামূলকভাবে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করবে।

সর্বনিম্ন বেতনের তিনটি প্রস্তাব

নবম পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন কত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিশনের সামনে বর্তমানে তিনটি প্রস্তাব রয়েছে—

সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা

সর্বনিম্ন বেতন ১৭,০০০ টাকা

সর্বনিম্ন বেতন ১৬,০০০ টাকা

এই প্রস্তাবগুলোর যেকোনো একটি আগামী সভায় চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

সর্বোচ্চ বেতন এখনো চূড়ান্ত নয়

সর্বোচ্চ গ্রেডের বেতনের অঙ্ক এখনো নির্ধারণ করা হয়নি। কমিশন সূত্রে জানা গেছে, মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার কাঠামো এখনো চূড়ান্ত করার কাজ চলছে। এসব ভাতা নির্ধারিত হলেই সর্বোচ্চ বেতন স্কেলের চূড়ান্ত অঙ্ক প্রকাশ করা সম্ভব হবে।

পে-কমিশনের সুপারিশসমূহ চূড়ান্ত হলে তা সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারের অনুমোদনের পরই নবম জাতীয় পে-স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ