ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

কুয়েতে নারীর পোশাকে নাচ ও অশ্লীল অঙ্গভঙ্গি, ৭ ভারতীয় নাগরিক গ্রেফতার

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ২৩:০৬:৫১
কুয়েতে নারীর পোশাকে নাচ ও অশ্লীল অঙ্গভঙ্গি, ৭ ভারতীয় নাগরিক গ্রেফতার

হাসান: কুয়েতের সামাজিক রীতি ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাত ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশটির সাইবার ক্রাইম অপরাধ বিভাগের একটি বিশেষ প্রতিনিধি দল অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনে।

কী ছিল সেই ভিডিওতে?তদন্তকারী সংস্থা জানায়, কুয়েতের মাতলা এলাকার একটি মরুভূমির তাঁবুর ভেতরে এই আপত্তিকর ঘটনার চিত্রায়ন করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ভারতীয় পুরুষ নারীর পোশাক পরে (ক্রস-ড্রেসিং) অত্যন্ত কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিতে নাচছেন। তার শরীরে কুয়েতি মুদ্রা 'দিনার' ও 'নুস দিনারের' নোট সাঁটানো ছিল। বাকি সহযোগীরা তাকে ঘিরে উল্লাস ও উৎসাহ দিচ্ছিল। এই পুরো দৃশ্যটি ধারণ করে টিকটক ও ফেসবুকে আপলোড করা হয়।

তদন্ত ও গ্রেফতারি অভিযানভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই কুয়েতের সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নামে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মালিককে শনাক্ত করা হয়। গ্রেফতারের পর তিনি স্বীকার করেন যে, ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা সবাই তার বন্ধু এবং ভিডিওটি চিত্রগ্রহণের সময় তারা একসাথেই ছিলেন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে ভিডিওতে থাকা সাতজনকেই গ্রেফতার করে পুলিশ।

আইনি পদক্ষেপ ও কঠোর হুঁশিয়ারিকুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড দেশটির প্রচলিত আইন এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। বিশেষ করে ক্রস-ড্রেসিং এবং অশ্লীল অঙ্গভঙ্গি জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা কুয়েতে দণ্ডনীয় অপরাধ। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসীদের স্থানীয় আইন ও সংস্কৃতি মেনে চলার জন্য ফের সতর্ক করেছে প্রশাসন।

ট্যাগ: কুয়েতে প্রবাসী গ্রেফতার ২০২৬ সাইবার ক্রাইম কুয়েত নিউজ কুয়েতে ভারতীয় নাগরিক আটক কুয়েতে অশ্লীল ভিডিও বিতর্ক মাতলা কুয়েত পুলিশ অভিযান কুয়েতে প্রবাসীদের আইন লঙ্ঘন ক্রস ড্রেসিং কুয়েত শাস্তি কুয়েত টিকটক ভাইরাল ভিডিও নিউজ কুয়েতি দিনার অশ্লীলতা ভিডিও কুয়েতে প্রবাসীদের নতুন নিয়ম ২০২৬ কুয়েত সাইবার অপরাধ বিভাগ প্রবাসীদের খবর কুয়েত কুয়েত মাতলা এরিয়া নিউজ কুয়েতে অশ্লীল নাচের সাজা কুয়েত সোশ্যাল মিডিয়া আইন Kuwait Cyber Crime Arrests 2026 Indian Expats Arrested in Kuwait Obscene Video Viral Kuwait Kuwait Matla Area Police Raid Cross Dressing Arrest Kuwait Kuwait Cyber Laws for Expats Viral Tiktok Video Kuwait Arrest Kuwait Police Action on Expats New Year Celebration Kuwait Arrest Kuwait Public Morality Laws Indian Citizens Detained in Kuwait Kuwait Interior Ministry News Cyber Crime Investigation Kuwait Kuwait Social Media Rules 2026 Kuwait News Today January 5

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ