ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ: ভিসা থাকলেই হবে না, লাগবে পেশাগত যোগ্যতার লাইসেন্স

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ০১:০৭:৫৪
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ: ভিসা থাকলেই হবে না, লাগবে পেশাগত যোগ্যতার লাইসেন্স

হাসান: ওমান যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে যারা ফ্লাইটের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো এক খবর এলো। প্রবাসী কর্মীদের প্রবেশ নীতিতে আমূল পরিবর্তন এনেছে ওমান সরকার। এখন থেকে ওমানে প্রবেশের আগেই প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে শিক্ষাগত সনদ ও পেশাগত দক্ষতা যাচাই (Skill Verification) সম্পন্ন করতে হবে। এই যাচাইকরণ প্রক্রিয়ায় উত্তীর্ণ না হলে বিমানবন্দরেই আটকে দেওয়া হবে কর্মীদের।

কেন এই কঠোর সিদ্ধান্ত?ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ জানিয়েছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং জাল সনদ প্রতিরোধ করতেই এই উদ্যোগ। ওমানের বাজারে মানসম্মত কর্মী নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে স্বচ্ছতা ফেরাতে এই ‘প্রফেশনাল লাইসেন্স’ প্রথা চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি কর্মীর কাজের দক্ষতা ও সনদের সত্যতা ওমানে প্রবেশের আগেই নিশ্চিত করা হবে।

বিশেষ নজরে যেসব পেশানতুন এই আইন অনুযায়ী সব পেশার জন্য নিয়ম এক নয়। বিশেষ করে উচ্চ পর্যায়ের কারিগরি ও বুদ্ধিবৃত্তিক পেশাগুলোতে কড়াকড়ি সবচেয়ে বেশি:

প্রকৌশল ও লজিস্টিকস: প্রকৌশলীদের জন্য আন্তর্জাতিক মানের যোগ্যতা সনদ বাধ্যতামূলক।

হিসাবরক্ষণ (Accounting): ফিন্যান্স ও অ্যাকাউন্টিং সেক্টরের কর্মীদের স্বীকৃত খাতভিত্তিক দক্ষতা ইউনিট থেকে অনুমোদন নিতে হবে।

দক্ষতা যাচাই: নির্ধারিত সংস্থা থেকে লাইসেন্স পাওয়ার পর তবেই ওমান প্রবেশের চূড়ান্ত অনুমতি মিলবে।

জাল সনদে জেল ও জরিমানা: জিরো টলারেন্স নীতিওমানি শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো কর্মী যদি ভুয়া বা জাল সনদ ব্যবহার করে ধরা পড়েন, তবে তাকে চরম পরিণতির মুখে পড়তে হবে। জালিয়াতদের জন্য শাস্তির তালিকায় রয়েছে: ১. বিপুল অংকের আর্থিক জরিমানা। ২. কর্ম লাইসেন্স স্থায়ীভাবে বাতিল। ৩. ওমান থেকে আজীবনের জন্য বহিষ্কার (ব্ল্যাকলিস্ট)। ৪. ফৌজদারি মামলা। এমনকি জালিয়াতিতে সহযোগিতাকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মীদের জন্য করণীয়বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়মের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মীদের বিদেশযাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এটি দক্ষ কর্মীদের জন্য সুরক্ষাকবচ হিসেবে কাজ করবে। ওমানগামী কর্মীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন কেবল অনুমোদিত ও বৈধ চ্যানেলের মাধ্যমে তাদের সনদ যাচাই করেন এবং ফ্লাইটের আগেই প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ নিশ্চিত করেন।

ট্যাগ: ওমান প্রবাসীদের নতুন আইন ২০২৬ ওমান ভিসা আপডেট আজকের খবর ওমান প্রবেশের নতুন নিয়ম ওমান শ্রম মন্ত্রণালয়ের নোটিশ ২০২৬ ওমানে পেশাগত লাইসেন্স পাওয়ার নিয়ম ওমানগামী কর্মীদের দক্ষতা যাচাই জাল সনদ ওমানের শাস্তি ওমান ইঞ্জিনিয়ারিং লাইসেন্স আপডেট ওমান লজিস্টিকস জব আপডেট ওমান থেকে বহিষ্কারের আইন ওমান প্রবাসী সংবাদ ২০২৬ ওমান এয়ারপোর্ট এন্ট্রি রুলস ওমান ওয়ার্ক পারমিট লেটেস্ট নিউজ ওমান বিএমইটি আপডেট ওমান জব মার্কেট রিফর্ম Oman New Entry Rules for Expats 2026 Oman Ministry of Labour Latest News Skill Verification for Oman Visa Professional License for Expats in Oman Oman Visa Verification Process Oman Ban on Fake Certificates Oman Professional Standards Department Update New Rules for Engineers in Oman Oman Logistics Sector Jobs 2026 Oman Expat News Today Oman Labour Law Reforms Skill Test for Oman Job Seekers Oman Airport Immigration New Rules Validity of Certificates in Oman Oman Work Visa Requirements 2026

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ