ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ১৫:৫৩:১৯
প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর

হাসান: দীর্ঘদিনের অপেক্ষার পর গতকাল (৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি চাকরিপ্রার্থী। বিপুলসংখ্যক পদ ও পরীক্ষার্থীর অনুপাতে এটি বিবেচিত হচ্ছে দেশের ইতিহাসে বৃহৎ সরকারি চাকরির পরীক্ষা হিসেবে। এখন পরীক্ষার্থীদের একমাত্র অপেক্ষা ফল প্রকাশ।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ফল প্রকাশ সংক্রান্ত একটি সভা ইতোমধ্যে অধিদপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। শনিবার বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ শুরু হবে। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ বুয়েট সংশ্লিষ্ট হওয়ায় এবং একই দিনে তাদের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তবুও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা এবারও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ হতে পারে বলে আশাবাদী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ