ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

শান্তির আড়ালে রণহুঙ্কার: ২০২৫ সালে ট্রাম্প বোমা ফেলেছে ৬২২টি 

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ২১:১২:০৯
শান্তির আড়ালে রণহুঙ্কার: ২০২৫ সালে ট্রাম্প বোমা ফেলেছে ৬২২টি 

হাসান: ২০২৫ সালে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের ক্ষমতা দখলের পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে জাহির করতে চাইলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের ভয়াবহ সামরিক তৎপরতার চিত্র। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা 'এসিএলইডি' (ACLED) নিশ্চিত করেছে, বিদায়ী বছরে বিশ্বের অন্তত ৭টি দেশে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান চালিয়েছে। আকাশপথে মোট ৬২২টি বোমা ও ড্রোন হামলা চালিয়েছে পেন্টাগন, যা ট্রাম্পের যুদ্ধবিরোধী ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

লাতিন আমেরিকা ও আফ্রিকায় আগ্রাসননতুন বছরের শুরুতেই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন হামলার খবর নিশ্চিত করেছেন ট্রাম্প নিজে। মাদক পাচারের ট্রানজিট ধ্বংসের দোহাই দিয়ে ভেনেজুয়েলার একটি ডকিং স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলা সরকার একে ‘সরকার উৎখাতের চক্রান্ত’ হিসেবে বর্ণনা করেছে।

আফ্রিকাতেও ট্রাম্পের সামরিক নীতি ছিল মারমুখী। সোমালিয়ায় আল-শাবাব দমনে ১১১টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বহু শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এমনকি গত বড়দিনে নাইজেরিয়ার সকোটো রাজ্যে আইএসআইএস বিরোধী অভিযানের নামে নজিরবিহীন হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে, এটি ছিল ট্রাম্পের কট্টর খ্রিষ্টান সমর্থকদের তুষ্ট করার একটি রাজনৈতিক কৌশল।

মধ্যপ্রাচ্যে ‘প্রতিশোধের নীতি’ ও পারমাণবিক স্থাপনায় আঘাতমধ্যপ্রাচ্যে ট্রাম্পের সামরিক পদক্ষেপ ছিল গত বছরের সবচেয়ে আলোচিত বিষয়। গত ২২ জুন ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। এছাড়া ডিসেম্বরে সিরিয়ায় ‘হকআই’ (Hawkeye) অপারেশনের মাধ্যমে আইএসআইএসের ৭০টি ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে মার্চ থেকে প্রায় প্রতিদিন আকাশপথে আক্রমণ চালিয়েছে মার্কিন বাহিনী, যাতে হতাহত হয়েছেন কয়েকশ বেসামরিক মানুষ।

ইরাকে ‘শান্তির জন্য শক্তি’ প্রয়োগইরাকের আল-আনবার প্রদেশে আইএসআইএস নেতা আবদুল্লাহ আবু খাদিজাকে হত্যার পর ট্রাম্প একে ‘শান্তির জন্য শক্তি প্রয়োগ’ বলে অভিহিত করেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, জনসম্মুখে ট্রাম্প যুদ্ধের বিরোধিতা করলেও গোপনে তাঁর প্রশাসনের সামরিক অভিযানের পরিধি ও ভয়াবহতা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শান্তির বুলি মুখে থাকলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরটি কার্যত আধুনিক ইতিহাসের অন্যতম সামরিক তৎপরতায় ঠাসা একটি বছর হিসেবে চিহ্নিত হয়েছে।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান ২০২৫ মার্কিন হামলা ভেনেজুয়েলা ২০২৬ ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা পেন্টাগনের ড্রোন হামলা সোমালিয়া সিরিয়ায় অপারেশন হকআই ইয়েমেনে হুতি দমনে যুক্তরাষ্ট্র আইএসআইএস নেতা আবু খাদিজা নিহতঃ আল-জাজিরা নিউজ ট্রাম্প প্রশাসন ট্রাম্পের পররাষ্ট্র নীতি ২০২৬ এসিএলইডি সংঘাত রিপোর্ট ২০২৫ নাইজেরিয়ায় মার্কিন হামলা বেসামরিক প্রাণহানি মার্কিন ড্রোন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ প্রথম বছর যুদ্ধের প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য Donald Trump Military Operations 2025 US Attack on Venezuela 2026 Iran Nuclear Plant Attack US Operation Hawkeye Syria US Drone Strike Somalia Al-Shabab ACLED Conflict Data 2025 ISIS Leader Abu Khadija Killed Trump Foreign Policy Analysis Pentagon Casualty Report 2025 US Airstrike Yemen Houthis Human Rights Watch Caribbean Report Trump Christian Base Nigeria Attack Trump Peace President Reality US Middle East Strategy 2026 Latest News US Military

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ