ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা: দেখুন কত টাকা পেল বার্সা

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১২ ১৫:৪৪:৩৪
রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা: দেখুন কত টাকা পেল বার্সা

রাকিব: সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে কাতালান ক্লাবটি নিজেদের ঝুলিতে তুলেছে রেকর্ড ১৬তম শিরোপা। টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে হারল মাদ্রিদ, আর নতুন মৌসুমে এটিই বার্সেলোনার প্রথম ট্রফি জয়।

শুধু ট্রফিই নয়, এই শিরোপার সঙ্গে এসেছে মোটা অঙ্কের অর্থও। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, এবারের সুপার কাপে পুরস্কারের পরিমাণ আগের মৌসুমের তুলনায় বাড়ানো হয়েছে। গত আসরে যেখানে মোট পুরস্কার ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ইউরো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ইউরোতে। ক্লাবগুলোর ইতিহাস, আন্তর্জাতিক সাফল্য ও পারফরম্যান্স বোনাস বিবেচনায় এই অর্থ বণ্টন করা হয়েছে।

অংশগ্রহণকারী চার দলের জন্য প্রথম ধাপেই রাখা হয় ১ কোটি ৬৩ লাখ ইউরো ভ্রমণ ভাতা হিসেবে, যা গত মৌসুমের ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ইউরোর চেয়ে বেশি। আগের বছর এই তহবিল থেকে রিয়াল মাদ্রিদ পেয়েছিল ৬১ লাখ ৫০ হাজার ইউরো, বার্সেলোনা ৬০ লাখ, অ্যাথলেটিক ক্লাব ২০ লাখ এবং মায়োর্কা ৮ লাখ ৫০ হাজার ইউরো। এবার কিছুটা ভারসাম্য আনা হলেও বড় অংশের সুবিধা পেয়েছে আবারও রিয়াল ও বার্সেলোনা।

পুরস্কার অর্থের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। গত মৌসুমে যেখানে মোট ৪০ লাখ ইউরো রাখা হয়েছিল, এবার সেটি বাড়িয়ে করা হয়েছে ৫০ লাখ ইউরো। আগের আসরে সেমিফাইনাল জিতে বার্সা ও রিয়াল ১০ লাখ ইউরো করে পেয়েছিল এবং ফাইনাল জিতে বার্সা পেয়েছিল আরও ২০ লাখ ইউরো। তবে রানার্সআপ ও সেমিফাইনালে বাদ পড়া দলগুলোর জন্য তখন কিছুই বরাদ্দ ছিল না।

এবার সেই চিত্র বদলেছে। চ্যাম্পিয়ন হিসেবে বার্সেলোনা পেয়েছে ২০ লাখ ইউরো, রানার্সআপ রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৪ লাখ ইউরো। সেমিফাইনালে হেরে যাওয়া আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব পেয়েছে ৮ লাখ ইউরো করে। ফলে এবার স্প্যানিশ সুপার কাপের আর্থিক বণ্টনে তুলনামূলক ভারসাম্য বজায় রাখা হয়েছে।

তবে আয় শুধু এখানেই শেষ নয়। পুরো টুর্নামেন্ট ঘিরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মোট আয় করেছে প্রায় ৫ কোটি ১০ লাখ ইউরো। এই অর্থ এসেছে মূলত তিনটি উৎস থেকে স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব এবং সৌদি আরবের সঙ্গে করা ৪ কোটি ইউরোর দীর্ঘমেয়াদি চুক্তি। এর বড় একটি অংশ ব্যয় করা হবে স্পেনের ফুটবল উন্নয়নে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে। ইতোমধ্যে ২ কোটি ৬০ লাখ ইউরো উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ