ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানালেন ডিজি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ২২:৩৪:৪৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানালেন ডিজি

রাকিব: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে আট লাখ প্রার্থীর জন্য অপেক্ষার অবসান আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের মধ্যেই লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিপিই মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান রোববার গণমাধ্যমকে বলেন, ফল প্রকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “এই মাসের মধ্যেই ফল দেওয়ার লক্ষ্য নিয়ে মূল্যায়ন ও কারিগরি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।”

প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বললেন ডিপিই

সাম্প্রতিক প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক স্পষ্ট করে জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, “এটি মূলত গুজব। তবে কিছু অসাধু চক্র প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেছিল এই বিষয়টি অস্বীকার করছি না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”

বিশাল আয়োজন, বিশাল প্রতিযোগিতা

গত শুক্রবার পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬৩ জেলায় একযোগে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৮ লাখ ৫০ হাজার প্রার্থী। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী নিয়ে এই নিয়োগ পরীক্ষা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সরকারি নিয়োগ কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন লাখো প্রার্থীর একটাই অপেক্ষা ফলাফল। ডিপিই সূত্র বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষ সপ্তাহেই প্রাথমিক ফল প্রকাশ করা হতে পারে। এরপর শুরু হবে ভাইভা ও চূড়ান্ত নির্বাচনের পরবর্তী ধাপ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ