ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ০১:১০:১৪
নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা

রাকিব: নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই অনশন পালন করা হবে। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব জেলার প্রেস ক্লাবের সামনেও সরকারি কর্মচারীরা একযোগে অনশনে বসবেন।

এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে। সেখানে ১২টি কর্মচারী সংগঠন ও বিভিন্ন দপ্তরভিত্তিক সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ঘোষণা দেন।

তিনি বলেন, নবম পে স্কেলের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এই জানুয়ারির মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখব।

সরকারি কর্মচারীদের মতে, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। তাই এই আন্দোলনকে ঘিরে সারাদেশে চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ