ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ২৩:৩৭:৫৬
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

হাসান: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

কেন আগ্রহী পাকিস্তান

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন করতে প্রস্তুত। পিসিবির দাবি, তাদের সব আন্তর্জাতিক মানের ভেন্যু পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে আয়োজনের অভিজ্ঞতাও তারা নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে।

মুস্তাফিজ ইস্যু থেকেই শুরু

এই সংকটের সূচনা হয় আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার পর। ভারতের একটি কট্টরপন্থী সংগঠনের হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়। এরপরই বিসিবি প্রশ্ন তোলে—যদি ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে?এই উদ্বেগ থেকেই বিসিবি আইসিসিকে দুই দফা চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি তোলে।

আইসিসির ভূমিকায় নতুন গতি

বিসিবির চিঠির পর আইসিসি বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত নির্দিষ্ট ব্যাখ্যা চায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরামর্শে বিসিবি ইতোমধ্যে সেই বিস্তারিত তথ্য দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিসিসিআইয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্তও নিয়েছেন।

পাকিস্তানে ম্যাচ? বিশ্লেষকদের সন্দেহ

তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ হওয়া কঠিন। কারণ শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ–আয়োজক দেশ এবং পাকিস্তান নিজেদের ম্যাচও লঙ্কাতেই খেলবে। ফলে নতুন করে পাকিস্তানকে ভেন্যু হিসেবে যুক্ত করার সম্ভাবনা খুব বেশি নয়।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই বাংলাদেশের ম্যাচ ভেন্যু ও অংশগ্রহণ নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ