ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

ভারতের বিপক্ষে জিতেও যে কারণে জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশকে

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২০ ১৭:০৩:৩১
ভারতের বিপক্ষে জিতেও যে কারণে জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশকে

হাসান: দীর্ঘ ২২ বছর পর ১৮ নভেম্বর ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নেন স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি করেন প্রতিভাবান তরুণ ফুটবলার মোরসালিন, যার সঙ্গে দারুণ সমন্বয়ে গোলটি করেছিলেন রাকিব হোসেন। মাঠে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন এই মুহূর্তে।

তবে জয়ের আনন্দে পূর্ণ বাংলাদেশ দলের জন্য খুশির সঙ্গে এসেছে অনাকাঙ্ক্ষিত বার্তা। দ্বিতীয়ার্ধে মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নামার কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকা। এএফসির নিয়ম অনুযায়ী এই অর্থ পরিশোধের জন্য বাফুফেকে এক মাস সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশের জন্য এটি নতুন ঘটনা নয়। এর আগে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও একই কারণে বাফুফেকে জরিমানা করা হয়েছিল, যদিও হংকং ম্যাচে এমন কোনো ঘটনা ঘটেনি।

যদিও ভারত ও বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই ম্যাচ ছিল দুই দেশের মর্যাদা রক্ষার লড়াই। দীর্ঘ ২২ বছর ধরে ভারতকে হারাতে না পারার ক্ষুধা নিয়েই বাংলাদেশ মাঠে নামেছিল। মাত্র ১১ মিনিটে রাকিব হোসেনের এক দৌড় এবং মোরসালিনের নিখুঁত সমন্বয়ে জালে গড়া গোল দলকে এগিয়ে নেন। সেই লিড ধরে রেখেই বাংলাদেশ ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে, যা দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ