ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মডেল মেঘনা আলমের

২০২৫ ডিসেম্বর ১৯ ২২:১৫:৫৫
ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মডেল মেঘনা আলমের

হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান এবং একই সঙ্গে তুলে ধরেন এলাকার উন্নয়নসংক্রান্ত বেশ কিছু প্রতিশ্রুতি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন নাকি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ফেসবুক পোস্টে মেঘনা আলম উল্লেখ করেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’—এমন প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তা খুব কমই বাস্তবায়িত হয়েছে। একটি অঞ্চল বা দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার শিক্ষা, চিন্তাধারা, সামাজিক যোগাযোগ ও জীবনবোধে বৈশ্বিক মানসিকতা প্রতিফলিত হয়। তিনি নিজেকে সেই বাস্তবসম্মত পরিবর্তনের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-৮ এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এতে পথ চলাচলের সময় যেন কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার না হন, তা নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপদ হাঁটা ও সাইকেল ব্যবহারের সুযোগ তৈরি করতে একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করেন।

পোস্টে আরও বলা হয়, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম ব্যবস্থা চালু করা হবে যেখানে গোসল, ব্রেস্টফিডিং, শিশুদের ডায়াপার পরিবর্তনের সুযোগ থাকবে। একই সঙ্গে কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যাতে বস্তিবাসী, পথচারী ও পার্কে আসা সাধারণ মানুষ সবাই পরিচ্ছন্ন জীবনযাপনের সুযোগ পান।

সবশেষে মেঘনা আলম জানান, তিনি এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনব্যবস্থা নিশ্চিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ