ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

২০২৬ ফুটবল বিশ্বকাপ: রেকর্ড প্রাইজমানি ঘোষণা-জানুন কত?

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ০১:৩২:৪১
২০২৬ ফুটবল বিশ্বকাপ: রেকর্ড প্রাইজমানি ঘোষণা-জানুন কত?

হাসান: মাঠের লড়াই শুরু হতে এখনো কয়েকমাস বাকি, কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাইজমানি নিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আসন্ন এই মেগা আসরের প্রাইজমানি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার মোট প্রাইজমানি দাঁড়াচ্ছে ৬৫ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি টাকা। মূলত অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় বাজেটে এই বিশাল উল্লম্ফন দেখা দিয়েছে।

শিরোপাজয়ীদের জন্য বড় উপহার: ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। তবে ২০২৬ আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী দলটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ডলার (প্রায় ৬১০ কোটি ৬০ লাখ টাকা)। অন্যদিকে, রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা), যা গত আসরের তুলনায় ৩০ লাখ ডলার বেশি।

অংশগ্রহণ করলেই মিলবে শতকোটি টাকা: এবারের আসরে শুধু অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই দলগুলোর কোষাগারে জমা হবে বড় অঙ্কের অর্থ। টুর্নামেন্টে সুযোগ পাওয়া প্রতিটি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার (প্রায় ১২৮ কোটি টাকা) পাওয়া নিশ্চিত করেছে। এর মধ্যে প্রতিটি দলের জন্য ৯ কোটি ডলার অংশগ্রহণ ফি এবং প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার প্রদান করা হবে। (উল্লেখ্য: মূল তথ্যে থাকা ১৫ ডলারকে ১৫ লাখ ডলারে সংশোধন করা হয়েছে)। যারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে, তারা প্রত্যেকে এই ৯০ লাখ ডলার নিশ্চিতভাবে পাবে।

রাউন্ডভিত্তিক পুরস্কারের খতিয়ান: বিশ্বকাপের প্রতিটি ধাপে সফলতার সাথে উত্তীর্ণ দলগুলোর জন্য ফিফার বরাদ্দ নিচে দেওয়া হলো:

রাউন্ড অব ৩২: এই ধাপে পৌঁছানো প্রতিটি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার।

শেষ ১৬ (নকআউট): ১ কোটি ৫০ লাখ ডলার।

কোয়ার্টার ফাইনাল: ১ কোটি ৯০ লাখ ডলার।

তৃতীয় স্থান: ২ কোটি ৯০ লাখ ডলার।

চতুর্থ স্থান: ২ কোটি ৭০ লাখ ডলার।

বিশ্বকাপের সূচি ও প্রেক্ষাপট: ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই বৈশ্বিক আসর। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি নান্দনিক ভেন্যুতে আয়োজিত হবে মোট ১০৪টি ম্যাচ। ইতোমধ্যে ৪২টি দেশ মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে, বাকি ৬টি টিকিটের ফয়সালা হবে প্লে-অফের মাধ্যমে। সব মিলিয়ে মাঠের লড়াই আর বিপুল অর্থের সমারোহে ২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় আসর হতে যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ