ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

সাফ ফুটসাল: ভারত বনাম বাংলাদেশের রোমাঞ্চকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৪ ১৯:৩৪:২৬
সাফ ফুটসাল: ভারত বনাম বাংলাদেশের রোমাঞ্চকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

হাসান: প্রথমবারের মতো সাফের আয়োজনে শুরু হওয়া ফুটসাল টুর্নামেন্টের প্রথম দিনেই জমে উঠল চিরচেনা বাংলাদেশ–ভারত লড়াই। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ম্যাচে একের পর এক নাটকীয় মুহূর্তের জন্ম দিয়ে শেষ পর্যন্ত ৪–৪ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।

সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ক নানা ঘটনায় আলোচিত। ক্রিকেটে আইপিএলে মুস্তাফিজুর রহমানের না খেলা কিংবা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে টানাপোড়েনের আবহেই ফুটসালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। সেই উত্তাপ ফুটসাল কোর্টেও ছড়িয়ে পড়ে, যেখানে শেষ বাঁশি পর্যন্ত কেউ কাউকে একচুল ছাড় দেয়নি। ফলাফল সমান পয়েন্ট ভাগাভাগি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। নবম মিনিটে মঈন আহমেদের গোলে লিড নেয় লাল–সবুজরা। তবে তিন মিনিটের ব্যবধানে গোল শোধ করে সমতায় ফেরে ভারত। ১৬তম মিনিটে অধিনায়ক রাহবার খানের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু বিরতির ঠিক আগে ভারতের গোল ম্যাচকে ফিরিয়ে আনে ২–২ সমতায়।

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলায়। ২৭তম মিনিটে প্রথমবারের মতো লিড নেয় ভারত। চার মিনিট পর ভারতের গোলরক্ষকের পায়ের ফাঁক গলে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মঈন আহমেদ আবার সমতায় ফেরে বাংলাদেশ। ৩৬তম মিনিটে ভারত ফের এগিয়ে গেলে হারের শঙ্কা দেখা দেয়, কিন্তু পরের মিনিটেই রাহবার খান প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত শটে সমতা ফেরান।

শেষ তিন মিনিটে দু’দলই ম্যাচ জয়ের সুযোগ পেয়েছিল। একবার বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় ভারত। অন্যদিকে বাংলাদেশের ফরোয়ার্ডের জোরালো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে জয় অধরাই থেকে যায়।

গ্যালারিতে বসে সাবিনা খাতুন ও মাসুরাসহ নারী ফুটসাল দলের খেলোয়াড়রা রাহবারদের উৎসাহ দেন। আগামীকাল নারী সাফ ফুটসালে বাংলাদেশ আবারও ভারতের মুখোমুখি হবে। পুরুষ ও নারী দুই টুর্নামেন্টেই অংশ নিচ্ছে সাফের ছয়টি দেশ। পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ