ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

‘বর্তমান ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার সক্ষমতা কেবল বিএনপির’

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৬:১২:৫৩
‘বর্তমান ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার সক্ষমতা কেবল বিএনপির’

হাসান: দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে চলমান দুর্ভোগ থেকে মুক্তি দিতে সক্ষম একমাত্র রাজনৈতিক শক্তি হলো বিএনপি এমন অভিমত ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন পরিকল্পনা নিয়ে বিএনপির ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়।

রিজভী অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের নির্বাচন নিয়ে বৈধ কোনো জনম্যান্ডেট নেই। তাই তারা কোন ম্যান্ডেটের ভিত্তিতে দায়িত্ব পালন করছে এ প্রশ্ন এখন জনগণের মাঝেই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সদ্য প্রকাশিত একটি জরিপের তথ্য তুলে ধরেন। তিনি জানান, ওই জরিপে প্রশ্ন করা হয় এই নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পেতে পারে? উত্তরদাতাদের ৬৬ শতাংশ মনে করেন বিএনপিই সবচেয়ে এগিয়ে থাকবে। আর ২৬ শতাংশ বলেছেন জামায়াতে ইসলামীর কথা। ফলে দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৪৪ শতাংশ পয়েন্ট।তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলের জনপ্রিয়তা এতটাই কমে গেছে যে তাদের অনেকের সমর্থন এক শতাংশের নিচে।

নজরুল ইসলাম খান মনে করেন, এ ধরনের জরিপের ফলাফল দেখে কেউ কেউ হতাশ হয়ে ষড়যন্ত্রের পথও বেছে নিতে পারে। তবে জনগণ ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই কোনো ধরনের ষড়যন্ত্র সফল হওয়ার সুযোগ নেই এটাই এখন স্পষ্ট বার্তা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ