ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ডাকসু নিয়ে জামায়াতের কুরুচিপূর্ণ মন্তব্য: তীব্র প্রতিবাদ ঢাবি প্রশাসনের

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৫ ২১:৪৫:৪৫
ডাকসু নিয়ে জামায়াতের কুরুচিপূর্ণ মন্তব্য: তীব্র প্রতিবাদ ঢাবি প্রশাসনের

হাসান: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (আজ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের দেওয়া একটি বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে, যা ডাকসু সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ ধরনের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তাই অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ ও অর্বাচীন মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ