সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
হাসান: সোনার বাজারে স্বস্তির আভাস মিলেছিল মাত্র কয়েক ঘণ্টার জন্যই। দাম কমানোর ঘোষণার ১২ ঘণ্টা পার হতে না হতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের দাম ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সোনার দাম ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ডে পৌঁছেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।
দুপুরে এক দাম, রাতেই বদলে গেল চিত্র
বাজুসের ঘোষণার আগে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত দেশের বাজারে ভালো মানের সোনার সর্বোচ্চ দাম ছিল ভরি প্রতি ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। অর্থাৎ, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে হাজার হাজার টাকা।
সংগঠনটির দাবি, তেজাবি বা পিওর গোল্ডের দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে তারা।
কেন ১২ ঘণ্টার মধ্যে আবার দাম বাড়ল? যা বলছে বাজুস
এত অল্প সময়ের ব্যবধানে সোনার দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,“গতকাল যখন আমরা বৈঠক করি, তখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী ছিল। সেই প্রেক্ষাপটে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়। কিন্তু এরপরই বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে।”
তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে আজ জরুরি বৈঠকের মাধ্যমে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।
ডা. শাহীন আরও বলেন, “বাজুস শুধু সোনা বিক্রি করে না, আমরা সোনা কিনিও। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বার্থ রক্ষায় এই মূল্যসমন্বয় করা হয়েছে।”
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় উত্তাল বিশ্ববাজার, প্রভাব পড়ছে দেশেও
বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন বাজুসের এই শীর্ষ কর্মকর্তা।ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,“যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছে, ততই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। সেই প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারেও পড়ছে।”
দেশের বাজারে সোনার নতুন দাম (ভরি প্রতি)
বাজুস ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট সোনা: ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
২১ ক্যারেট সোনা: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা
১৮ ক্যারেট সোনা: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অস্থিরতা অব্যাহত থাকলে সামনে আরও দফায় সোনার দামে ওঠানামা দেখা যেতে পারে। ফলে বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর