ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

প্রাথমিক শিক্ষক নিয়োগ: জানুন ভাইভার সূচি ও কবে, কোথায় ও কী লাগবে?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৩ ২০:৪২:১০
প্রাথমিক শিক্ষক নিয়োগ: জানুন ভাইভার সূচি ও কবে, কোথায় ও কী লাগবে?

হাসান: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। বহুল প্রতীক্ষিত মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি নিশ্চিত করা হয়।

একাধিক বোর্ডে দ্রুত ভাইভা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব জেলায় ভাইভা পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে একাধিক বোর্ড গঠন করে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এতে করে নির্ধারিত সময়ের মধ্যেই স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় ভাইভা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ভাইভায় অংশ নিতে যেসব কাগজপত্র বাধ্যতামূলক

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিচের নথিগুলো জমা দেওয়া বাধ্যতামূলক—

অনলাইন আবেদনপত্রের কপি

প্রবেশপত্র

জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

নাগরিকত্ব সনদ

উল্লিখিত সব নথিপত্র অবশ্যই ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। একই সঙ্গে ফটোকপি জমার পাশাপাশি মূল কাগজপত্র প্রদর্শন করে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

কোটা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মুক্তিযোদ্ধা কোটা, শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক), তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার আওতাভুক্ত প্রার্থীদের জন্য রয়েছে আলাদা নির্দেশনা। এসব প্রার্থীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে ইস্যুকৃত বৈধ সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

নির্বাচিত হয়েছেন ৬৯ হাজারের বেশি প্রার্থী

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে সারা দেশ থেকে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

ভাইভার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। প্রার্থীদের গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি সূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ