ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

ওসমান হাদির পর ভারতের পরবর্তী টার্গেট কে-দেখুন নাম পরিচয়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ০২:১১:১৭
ওসমান হাদির পর ভারতের পরবর্তী টার্গেট কে-দেখুন নাম পরিচয়

হাসান: বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের রেশ কাটতে না কাটতেই সামনে এল এক রক্তহিম করা তথ্য। জানা গেছে, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা, রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টসহ অন্তত ৭০ জনের একটি ‘হিট লিস্ট’ তৈরি করেছে একটি সংঘবদ্ধ ঘাতক চক্র। এই তালিকার দ্বিতীয় লক্ষ্যবস্তু হিসেবে নাম এসেছে জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর।

ভারতের সাবেক কর্মকর্তার উসকানিমূলক হুমকি: এই আশঙ্কার পেছনে ভারতের সাবেক সামরিক কর্মকর্তা কর্নেল অজয় রায়নার একটি এক্স (সাবেক টুইটার) পোস্টকে অন্যতম প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ‘ব্যাটালিয়ন ৭১’ নামক একটি প্রোফাইল থেকে দেওয়া পোস্ট শেয়ার করে অজয় রায়না প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, “হাদির পর পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ।” এই হুমকি এবং হাদির ওপর হামলার পেছনে ভারতের গোয়েন্দা যোগসূত্র থাকার ইঙ্গিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের আগুন জ্বলছে। রওশন হক নামে এক বাংলাদেশি নেটিজেন কড়া জবাব দিয়ে লিখেছেন, “ভারত যেন ভুলে না যায়, বাংলাদেশ চাইলে তাদের অভ্যন্তরেও একই খেলা খেলতে পারে।”

হাসনাতের হুঁশিয়ারি ও হিমন্ত বিশ্বশর্মার ‘পারমাণবিক’ দম্ভ: সম্প্রতি শহীদ মিনারে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ভারতকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, “ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। তারা সার্বভৌমত্বে আঘাত করলে আমরাও চুপ থাকব না।” এর প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পরোক্ষভাবে ‘পারমাণবিক হামলার’ হুমকি দিয়ে বলেন, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র; শত্রুতা করলে শিক্ষা দেওয়া হবে। তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সীমান্ত উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।

ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনার রণকৌশল: এদিকে, হাদি হত্যাচেষ্টার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যা জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। একটি অডিওতে তাকে উসকানিমূলক সুরে বলতে শোনা যায়, “যারা তোমাদের ঘরবাড়ি পুড়িয়েছে, তারা রাস্তায় নামলে তোমরা যাবে কোথায়? একজোট হয়ে নামো।” অন্য একটি ক্লিপে সরাসরি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে নির্দেশ দিতে শোনা গেছে, যেন গোপালগঞ্জ থেকে এনসিপির (জাতীয় নাগরিক কমিটি) কোনো নেতা ‘অক্ষত অবস্থায়’ ফিরতে না পারে।

বিশ্লেষকদের উদ্বেগ: ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। এই সুযোগে ভারতে আশ্রয় নেওয়া চিহ্নিত অপরাধী ও ঘাতকদের মাধ্যমে দেশে এক বড় ধরনের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। শান্তিকামী জনমানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে যে, সীমান্ত পেরিয়ে আসা ষড়যন্ত্রের জাল বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কি না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ