সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ফুটবল খেলায় ভয়াবহ উত্তেজনা, পুলিশসহ আহত অন্তত ৫৯ জন
হাসান: দক্ষিণ আমেরিকার ফুটবল মাঠে আবেগের সঙ্গে কখনো কখনো সহিংসতা জড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত কলম্বিয়া কাপ ফাইনালে দুই প্রতিপক্ষ দলের সমর্থকদের সংঘর্ষে রূপ নেয় ভয়াবহ দাঙ্গায়। এই সহিংসতায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যার মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।
ম্যাচ শেষে ছড়িয়ে পড়ে নৈরাজ্য
গত বুধবার কলম্বিয়া কাপ ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিন আতলেতিকো নাসিওনালের বিরুদ্ধে ১–০ গোলে জয়ী হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই দলের উগ্র সমর্থক মাঠে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মেডেলিনের দুই ক্লাবের হোম ভেন্যু এস্তাদিও আতানাসিও গিরার্দোতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সমর্থকদের একাংশ গ্যালারি ভেঙে মাঠে নেমে আসে, কারও হাতে ছিল ফ্লেয়ার, কারও হাতে আতশবাজি। চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক।
দাঙ্গা পুলিশ মাঠে নামাতে বাধ্য
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মাঠে নামানো হয় দাঙ্গা পুলিশ। জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে ধাপে ধাপে বলপ্রয়োগ করতে হয়। আহতদের মধ্যে সাধারণ দর্শকের পাশাপাশি সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।
কলম্বিয়ার দৈনিক এল কলোম্বিয়ানো জানিয়েছে, সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য আসন উপড়ে ফেলা হয়েছে, মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গ্যালারিতে আতশবাজির ধোঁয়ার কারণে ম্যাচও শুরু হয়েছিল প্রায় ১৪ মিনিট দেরিতে।
বিপুল পরিমাণ পাইরোটেকনিক জব্দ
পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানিয়েছেন, স্টেডিয়াম থেকে বিপজ্জনক অস্ত্র, ফ্লেয়ার ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল ১২০ কেজিরও বেশি পাইরোটেকনিক সামগ্রী, যা বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
তিনি বলেন, “সমর্থকদের মাঠ দখল ঠেকাতে, জনশৃঙ্খলার অবনতি নিয়ন্ত্রণে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে ধাপে ধাপে বল প্রয়োগ করতে হয়েছে।”
মেয়রের কঠোর হুঁশিয়ারি
মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “যারা স্টেডিয়ামে হামলা, ধ্বংসযজ্ঞ বা ভীতি ছড়িয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অল্প সংখ্যক ব্যক্তির কারণে সবার সম্পদ নষ্ট হতে দেওয়া হবে না।”
শান্তির বার্তায় ব্যর্থ ব্যতিক্রম
কলম্বিয়ায় বড় ম্যাচগুলোতে সাধারণত সফরকারী দলের সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয় না। তবে এই ডার্বি ম্যাচে শান্তির বার্তা ছড়ানোর উদ্দেশ্যে মেডেলিন কর্তৃপক্ষ দুই দলের সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু সেই ব্যতিক্রম ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- ফের ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- এনসিপি নেত্রীর ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার: হাদিকে নিয়ে শেষ স্ট্যাটাসে যা লিখেছিলেন রুমী
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- IPL 2026 মিনি নিলাম: হায়দরাবাদে নতুন ঠিকানা পেলেন সাকিব-বিক্রি হলেন যত দামে
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- তানজিম সাকিব আইপিএলে পেলেন যে দল-যত মূল্য নির্ধারণ হলো
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- IPL নিলাম 2026: সর্বোচ্চ দামে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- হাদীর মাথায় গুলি নেই! চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢামেক পরিচালক
- আইপিএল নিলাম: এখন পর্যন্ত দল পেলেন যারা-দেখুন বাংলাদেশিদের অবস্থান(LIVE)
- হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
- ওসমান হাদির পর ভারতের পরবর্তী টার্গেট কে-দেখুন নাম পরিচয়
- পে-স্কেল নিয়ে শেষ হল বৈঠক: আসল যেসব সিদ্ধান্ত