ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১২ ১১:৪৯:৫২
ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?

হাসান: উত্তর-পূর্ব জাপানে ভূগর্ভের অস্থিরতা যেন থামছেই না। মাত্র চার দিনের বিরতির পর আবারও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এই অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭। ঘটনার পরপরই জাপানের আবহাওয়া সংস্থা (JMA) উপকূলীয় এলাকায় তাৎক্ষণিক জলোচ্ছ্বাস বা সুনামির সতর্কতা জারি করেছে।

কম্পনের সময় ও কেন্দ্রস্থল

জেএমএ জানায়, শুক্রবার স্থানীয় সময় ১১টা ৪৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হনশু দ্বীপের উত্তরাঞ্চলীয় আওমোরি জেলার উপকূলের সমুদ্রের তলদেশে, প্রায় ২০ কিলোমিটার গভীরে।

৭.৫ মাত্রার আগের বড় ভূমিকম্পের ধারাবাহিকতা

এলাকাবাসীর আতঙ্কের মূল কারণ চার দিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। বিশেষজ্ঞদের মতে, আজকের কম্পনটি সেই বড় ভূমিকম্পেরই ধারাবাহিকতা। প্রশাসন আশঙ্কা করছে, সামনে আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে।

হনশু–হোক্কাইডো–চিবা: বাড়তি সতর্কতায় তিন অঞ্চল

ক্রমবর্ধমান ভূকম্পণ ঝুঁকির কারণে সরকার হনশু, হোক্কাইডো এবং চিবা দ্বীপের মানুষের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর বাসিন্দাদের জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাণহানি নেই, তবু আতঙ্ক বাড়ছে

এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণহানি বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে টানা দুইবার শক্তিশালী কম্পন স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগ: ভূমিকম্প আজ জাপান ভূমিকম্প জাপানে সুনামি সতর্কতা জাপান নিউজ Japan earthquake Japan tsunami alert tsunami warning Japan seismic activity Japan আওমোরি ভূমিকম্প জাপান প্রাকৃতিক দুর্যোগ Aomori quake Japan news natural disaster Japan JMA update হনশু ভূমিকম্প জিএমএ ভূমিকম্প আপডেট উত্তর-পূর্ব জাপান কম্পন রিখটার স্কেল ৬.৭ সুনামি অ্যালার্ট হোক্কাইডো সতর্কতা চিবা সতর্কতা ভূমিকম্প ধারাবাহিকতা জাপান নিরাপত্তা সতর্কতা Honshu earthquake 6.7 magnitude earthquake Northeast Japan quake tsunami warning Hokkaido alert Chiba island warning aftershock sequence Japan emergency update বড় ভূমিকম্প ৬.৭ মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জাপান জলোচ্ছ্বাসের হুঁশিয়ারি ফের ভূমিকম্প জাপানে ৪ দিনের মধ্যে ভূমিকম্প জাপান চিবা দ্বীপ জিএমএ সতর্কতা ৭.৫ মাত্রার পর ৬.৭ ভূমিকম্প 6.7 Magnitude Earthquake Japan Major Earthquake Japan Northeast Japan Earthquake

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ