ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আইপিএলে মুস্তাফিজ খেলতে পারবে কিনা জানালেন বিসিবির সভাপতি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ০২:২২:০৫
আইপিএলে মুস্তাফিজ খেলতে পারবে কিনা জানালেন বিসিবির সভাপতি

হাসান: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে সব আলো যেন কেড়ে নিয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুস্তাফিজের এই আকাশচুম্বী দামের পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি কি পুরো মৌসুম কলকাতার বেগুনি জার্সিতে মাঠ মাতাতে পারবেন?

বিসিবি সভাপতির অবস্থান: মুস্তাফিজের আইপিএল খেলা এবং জাতীয় দলের ব্যস্ত সূচি নিয়ে বুধবার নতুন ক্রীড়া উপদেষ্টার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, মুস্তাফিজের আইপিএল খেলা বা না খেলার বিষয়টি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।

বুলবুল বলেন, “মুস্তাফিজ আমাদের জাতীয় সম্পদ। তিনি দেশের হয়ে খেলেন। তাঁর আইপিএল খেলার ক্ষেত্রে উচিত-অনুচিত বিবেচনার দায়িত্ব ক্রিকেট অপারেশন্স বিভাগের। তারাই সূচি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে কোনটি দেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।” তবে বিষয়টি নিয়ে তিনি নিজেও আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।

পূর্ব পরিকল্পনা ও শাহরিয়ার নাফিসের বক্তব্য: আইপিএলে মুস্তাফিজের প্রাপ্যতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। তিনি জানান, কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কেনার আগেই জানত তিনি কতদিন এভেইলেবল থাকবেন।

নাফিস বলেন, “আমরা আগে থেকেই আইপিএল কর্তৃপক্ষ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। মুস্তাফিজ কতদিন খেলতে পারবেন, সেটি মেনেই কলকাতা তাকে দলে নিয়েছে। তাই এখানে কোনো পক্ষেরই অসন্তুষ্ট হওয়ার কারণ নেই।” তিনি আরও যোগ করেন যে, মুস্তাফিজ আইপিএলের সব গুরুত্বপূর্ণ এবং বড় ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন, যা ফ্র্যাঞ্চাইজিটির জন্যও ইতিবাচক।

জাতীয় স্বার্থ ও আইপিএলের সমন্বয়: বিসিবির বর্তমান অবস্থান থেকে বোঝা যাচ্ছে, জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজের সাথে সাংঘর্ষিক না হলে মুস্তাফিজকে পূর্ণ বা দীর্ঘ সময়ের জন্যই ছাড়পত্র দেওয়া হবে। বিশেষ করে কেকেআরের মতো বড় দলে মুস্তাফিজের সুযোগ পাওয়া দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবে। এখন দেখার বিষয়, ক্রিকেট অপারেশন্স বিভাগ চূড়ান্ত সূচি পর্যালোচনা করে ঠিক কত দিনের জন্য ‘দ্য ফিজ’-কে অনাপত্তিপত্র (NOC) প্রদান করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ