ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

earthquake: আবারও ভূমিকম্প, মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১০:০৯:০৮
earthquake: আবারও ভূমিকম্প, মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?

হাসান: গভীর রাতে আবারও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের পূর্বাঞ্চল। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি উপকূলের কাছাকাছি ৭.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পন আঘাত হানে। ভূমিকম্পের পরপরই আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইডো প্রদেশের উপকূলীয় এলাকায় দ্রুত সুনামি সতর্কতা জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

উচ্চতা ৩ মিটার পর্যন্ত ঢেউয়ের শঙ্কা উপকূলে সতর্কতা জারি

দ্য জাপান টাইমস জানায়, সম্ভাব্য সুনামি ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উপকূলবর্তী বসতিগুলোর মানুষকে দ্রুত নিরাপদ উচ্চভূমিতে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে, যার মাত্রা ছিল ৭.৬। এছাড়া আওমোরির হাচিনোহে শহরে জাপানি ভূমিকম্প তীব্রতা পরিমাপ পদ্ধতি অনুযায়ী ‘আপার-৬’ স্তর নথিভুক্ত করা হয়েছে।

ট্রেন চলাচল বন্ধ অবকাঠামোয় নতুন ক্ষতির আশঙ্কা

কম্পনের পর নিরাপত্তার স্বার্থে ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল সাময়িক স্থগিত করেছে। স্মরণযোগ্য যে, ২০১১ সালের মার্চে রিখটার স্কেলে ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের পর জাপানের রেলব্যবস্থা দীর্ঘদিন অচল হয়ে পড়েছিল। তাই নতুন করে অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

কেন বারবার ভূমিকম্প হয় জাপানে?

জাপান বারবার ভূমিকম্পের ঝুঁকিতে থাকে তার ভূতাত্ত্বিক অবস্থানের কারণে। দেশটি রয়েছে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার নামে পরিচিত সক্রিয় ভূমিকম্প বলয়ের উপর। এই অঞ্চলে তিনটি প্রধান টেকটোনিক প্লেট ইউরেশিয়ান, ফিলিপাইন ও প্যাসিফিক প্লেট একত্রে মিলিত হয়েছে। এই জটিল প্লেট-সীমানার কারণে দেশটিতে প্রতিবছর প্রায় ১,৫০০-এর মতো ভূমিকম্প ঘটে, যার ফলে প্রায়ই সুনামি সতর্কতা জারি করতে হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ