ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

শৈত্যপ্রবাহের কবলে ৯ জেলা: থাকবে যত দিন? আবহাওয়ার বিশেষ বার্তা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ১৬:৪৬:২৩
শৈত্যপ্রবাহের কবলে ৯ জেলা: থাকবে যত দিন? আবহাওয়ার বিশেষ বার্তা

রাকিব: মাঘ আসতে এখনও সময় থাকলেও শীত যেন আগেভাগেই দাপট দেখাতে শুরু করেছে। দেশের বিস্তীর্ণ এলাকায় হাড়কাঁপানো ঠান্ডা আর কুয়াশার দাপটে জনজীবন কার্যত থমকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও আজ তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী, তবে সোমবার থেকেই পারদ আবার নামতে পারে ফলে শীত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আজ কোথায় সবচেয়ে বেশি ঠান্ডা

রোববার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি। এর আগে চলতি শীত মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা ধরা পড়েছিল নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, গত বুধবার।

যেসব জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ সক্রিয় রয়েছে। গত কয়েক দিনে যেখানে ২০ থেকে ২৪টি জেলা এই কবলে ছিল, সেখানে আজ কিছুটা স্বস্তি মিলেছে। তবে সোমবার থেকে শীত আবার চেপে বসতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

শৈত্যপ্রবাহের মাত্রা কীভাবে নির্ধারিত হয়

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী-

৮.১°–১০° সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ

৬.১°–৮° সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ

৪.১°–৬° সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ

৪° সেলসিয়াসের নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ

বর্তমানে এই ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে, যা বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবনে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ