সদ্য সংবাদ
বাংলাদেশকে কড়া বার্তা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেয়, তবে শুল্ক আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প।
এ সংক্রান্ত একটি সরাসরি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য সম্পর্ক চায়। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্কনীতি ও বাণিজ্য বাধা আমাদের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানিকৃত যেকোনো পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও এই হার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য বৈষম্যের তুলনায় অনেক কম। তবে, যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদনে অংশ নেয়, তাহলে তারা এই শুল্ক থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবে।”
পাল্টা পদক্ষেপের প্রসঙ্গে ট্রাম্প সাফ জানিয়ে দেন, “বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে শুল্ক বাড়ায়, তাহলে সেটার প্রতিক্রিয়ায় আরও বেশি শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ।”
চিঠির শেষাংশে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশ শুল্ক ও বাণিজ্য বাধা কমিয়ে উন্মুক্ত বাজারনীতি গ্রহণ করে, তবে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে শুল্ক হ্রাস করতে পারে। ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশকে হতাশ করতে চায় না। তবে আপনার দেশের সিদ্ধান্ত ও নীতির ওপরই এই শুল্ক নীতির ভবিষ্যৎ নির্ভর করছে।”
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল, যেখানে তার আগ পর্যন্ত গড় শুল্কহার ছিল প্রায় ১৫ শতাংশ।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যান্সার হওয়ার এক বছর আগেই শরীর যে সংকেত দেয়
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- মোটরসাইকেল মালিকদের জন্য বিআরটিএর কঠোর নির্দেশনা
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- নিষেধাজ্ঞা শিথিল করল ভারত, শুরু নতুন বিতর্ক
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- ভয়াবহ সুনামির আশঙ্কা: জাপানে প্রাণহানি ঘটতে পারে প্রায় ৩ লাখ মানুষের
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- ঢাকা থেকে আটক নাঈমুর রহমান দুর্জয়
- ভারত কি ভাঙনের পথে! সত্যি হতে চলেছে ওবামার সতর্কবার্তা