ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

খালেদা জিয়ার মৃ’ত্যু রহস্য: জানলে আঁতকে উঠবেন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০১ ১২:২৬:১২
খালেদা জিয়ার মৃ’ত্যু রহস্য: জানলে আঁতকে উঠবেন

হাসান: ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি; সুস্থ পায়ে হেঁটে পুরান ঢাকার নির্জন কারাগারে প্রবেশ করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু ছয় বছর পর যখন তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন, তখন পেছনে রেখে গেছেন এক ভয়াবহ অভিযোগের পাহাড়। বিএনপির শীর্ষ নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে সুপরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’ বা ধীরগতির বিষপ্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

পরিত্যক্ত কারাগারের বিভীষিকা ও প্রথম সন্দেহপুরান ঢাকার জরাজীর্ণ ও পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দুই বছরের বেশি সময় নির্জন বন্দি ছিলেন খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২১ সাল থেকেই প্রকাশ্যে এই প্রশ্ন তুলে আসছিলেন। তিনি জানিয়েছিলেন, যে কক্ষে বেগম জিয়াকে রাখা হয়েছিল সেটি ছিল অত্যন্ত স্যাঁতসেঁতে এবং সেখানে ইঁদুরের অবাধ বিচরণ ছিল। ২০২১ সালের ২৫ নভেম্বর মির্জা ফখরুল প্রথমবার অভিযোগ করেন, “ডাক্তাররা যখন বলছেন তাদের সব জ্ঞান শেষ, তখন প্রশ্ন জাগে কারাগারে কি তাঁকে কোনো স্লো পয়জনিং করা হয়েছিল?”

বিদেশি সাংবাদিকের তথ্য ও মির্জা আব্বাসের চাঞ্চল্যকর দাবিএ বছরের ২৯ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে এক ভারতীয় সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি দাবি করেন, ওই সাংবাদিক আগেভাগেই জানিয়েছিলেন যে খালেদা জিয়া বড়জোর দুই বছর বাঁচবেন, কারণ সেভাবেই ‘ডিজাইন’ করা হয়েছে। মির্জা আব্বাসের মতে, খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা কোনো স্বাভাবিক বিষয় ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত অস্বাভাবিক পরিস্থিতির ফল।

অত্যাচার ও মানসিক যন্ত্রণার ইতিবৃত্তজুলাই গণঅভ্যুত্থানের পর গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার ধামরাইয়ে এক সমাবেশে মির্জা ফখরুল পুনরায় জোর দিয়ে বলেন, কারাগারে থাকাবস্থায় সুপরিকল্পিত উপায়ে বিষপ্রয়োগের মাধ্যমেই তাঁর শরীরকে স্থায়ীভাবে অকেজো করে দেওয়া হয়েছিল। একই সুর শোনা গেছে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কণ্ঠেও। তিনি দাবি করেন, ব্রিটিশ আমলের জরাজীর্ণ পোকামাকড়ের আশ্রস্থলে রেখে দেশনেত্রীকে মানসিক ও শারীরিক যন্ত্রণার মাধ্যমে তিলে তিলে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।

একটি যুগের অবসান ও অমীমাংসিত প্রশ্নটানা ছয় বছরের বন্দিদশা, যার মধ্যে দুই বছর কারাগারে, দুই বছর হাসপাতালে এবং শেষ দুই বছর গৃহবন্দি অবস্থায় কাটানো বেগম জিয়া আজ নেই। তবে তাঁর মৃত্যুর পর ‘স্লো পয়জনিং’ এর এই অভিযোগগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ক্ষত ও অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেল।

ট্যাগ: Bangladesh Politics Breaking News খালেদা জিয়ার স্লো পয়জনিং দাবি মির্জা ফখরুলের অভিযোগ আজ বেগম খালেদা জিয়ার কারাগারের জীবন বিএনপির বিস্ফোরক দাবি ২০২৬ খালেদা জিয়াকে বিষপ্রয়োগের খবর পুরান ঢাকা পরিত্যক্ত কারাগার বিএনপি মির্জা আব্বাসের চাঞ্চল্যকর তথ্য খালেদা জিয়ার মৃত্যু রহস্য ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা ও বিএনপি বেগম জিয়ার লিভার সিরোসিস কারণ খালেদা জিয়ার জানাজা ও দাফন আপডেট বাংলাদেশের রাজনীতির ষড়যন্ত্র তত্ত্ব খায়রুল কবির খোকনের বক্তব্য জুলাই গণঅভ্যুত্থান ও বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার নেপথ্যে Slow Poisoning Claim Khaleda Zia BNP Allegations against Hasina Govt Khaleda Zia Prison Life Secrets Mirza Fakhrul Speech on Poisoning Why was Khaleda Zia ill? Political Conspiracy Bangladesh 2026 Mirza Abbas Statement on Indian Journalist Old Dhaka Central Jail Khaleda Zia Khaleda Zia Death Mystery News Human Rights Violation BNP Leader Begum Khaleda Zia Medical Updates Was Khaleda Zia poisoned in Jail? Khaleda Zia Post Mortem Demands History of Khaleda Zia Imprisonment

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ