ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

earthquake today: ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, উৎপত্তিস্থল কোথায়-কত মাত্রার?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ০০:৩১:৫৫
earthquake today: ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, উৎপত্তিস্থল কোথায়-কত মাত্রার?

রাবিক: সোমবার (৫ জানুয়ারি) ভোরে এক নিস্তব্ধ আতঙ্কে ঘুম ভাঙে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের। ভোর ৪টা ৪৭ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার শক্তিশালী কম্পন অনুভূত হয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য বিশ্লেষণ করে জানান, এটি একটি নয় বরং মাত্র ১৩ সেকেন্ডের ব্যবধানে হওয়া দুটি পৃথক ভূমিকম্প ছিল।

কম্পনের মাত্রা ও উৎপত্তিস্থলভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম দফার ঝটকায় কেঁপে ওঠে মাটি, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২। এর রেশ কাটতে না কাটতেই ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে আঘাত হানে দ্বিতীয় কম্পনটি, যার তীব্রতা ছিল ৫.৪। ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির অদূরে মরিগাঁও এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীর থেকে এই কম্পন সৃষ্টি হয়ে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ জনপদে।

৪৮ ঘণ্টার চরম সতর্কতা: সক্রিয় ফল্ট লাইনে বিপদের মেঘ৫.৪ মাত্রার এই কম্পনকে 'মধ্যম মাত্রা'র বলে চিহ্নিত করা হলেও গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জরুরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, এ ধরনের ভূমিকম্পের পর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী 'আফটারশক' বা পরবর্তী কম্পন হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে অবস্থিত সক্রিয় ফল্ট লাইনগুলোতে যেকোনো সময় এই কম্পন অনুভূত হতে পারে। তাই বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আতঙ্কিত জনপদ ও বর্তমান পরিস্থিতিহঠাৎ এমন কম্পনে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে খোলা জায়গায় অবস্থান নেন। এখন পর্যন্ত সিলেট বা পার্শ্ববর্তী এলাকায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলটি ভৌগোলিকভাবেই ভূমিকম্পপ্রবণ হওয়ায় নিয়মিত ভবন সুরক্ষা পরীক্ষা করা জরুরি।

ট্যাগ: আজকের ভূমিকম্প সিলেট ২০২৬ বাংলাদেশে ভূমিকম্প ৫ জানুয়ারি ভূমিকম্পের খবর আজ সিলেট ৫.৪ মাত্রার ভূমিকম্প আসাম সিলেটে ভূমিকম্পের মাত্রা কত আফটারশক সতর্কতা ২০২৬ মরিগাঁও আসাম ভূমিকম্প কেন্দ্রস্থল উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের খবর ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশ বাংলাদেশের সক্রিয় ফল্ট লাইন Earthquake in Sylhet Today 2026 Earth quake News Bangladesh Jan 5 Magnitude 5.4 Earthquake Assam Earthquake Epicenter Morigaon Assam Aftershock Warning Bangladesh 2026 Earthquake News Northeast India Earthquake Depth Assam Morigaon Bangladesh Earthquake Vulnerability Mostafa Kamal Palash Weather Update Sylhet News Today January 5 মোস্তফা কামাল পলাশ ভূমিকম্প আপডেট সিলেট ভূমিকম্প লেটেস্ট নিউজ ভূমিকম্প হলে করণীয় নির্দেশিকা ভোররাতের ভূমিকম্পের আতঙ্ক সিলেট দুর্যোগ ব্যবস্থাপনা আপডেট Twin Earthquake Sylhet Jan 5 USGS Report Bangladesh Earthquake Sylhet Earthquake Intensity 2026 Safety Tips for Earthquake BD Earthquake Intensity Northeast Bangladesh

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ