ঢাকা, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়, নতুন নির্দেশনা জারি

২০২৫ মে ১৫ ১৪:৪০:০০
ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়, নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূর্বঘোষিত ছুটি অপরিবর্তিত থাকছে। তবে ঈদের আগে দুইটি শনিবার—১৭ মে ও ২৪ মে—শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। এবার প্রাথমিক বিদ্যালয়ও এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।

১২ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ঈদের ছুটির কারণে ১১ ও ১২ জুন অফিস বন্ধ থাকবে। তাই দাফতরিক কাজ সচল রাখতেই ১৭ ও ২৪ মে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকেও একই সিদ্ধান্ত জানানো হয়েছিল। সে অনুযায়ী, মে মাসের ওই দুই শনিবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

রানা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ