সদ্য সংবাদ
ফেসবুকে ভিডিও থেকে আয় বন্ধের পথে!

নিজস্ব প্রতিবেদন: ফেসবুক ভিডিও নির্মাতাদের জন্য এলো এক বড় দুঃসংবাদ। এতদিন যাঁরা দীর্ঘ ভিডিও আপলোড করে ফেসবুক থেকে বিজ্ঞাপন আয়ের সুযোগ পেতেন, তাঁদের জন্য মেটার নতুন আপডেট হতে পারে বড় ধাক্কা। কারণ, ফেসবুকে আর আলাদাভাবে ‘ভিডিও’ পোস্ট করার অপশন থাকছে না—সব ভিডিও আপলোডই এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে ‘রিলস’-এ।
মেটা জানিয়েছে, ব্যবহারকারী যেকোনো দৈর্ঘ্যের ভিডিও আপলোড করলেই তা সরাসরি ‘রিলস’ হিসাবে প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে। আগে যেটি ছিল আলাদা ‘ভিডিও ট্যাব’, সেটি এখন পুরোপুরি বিলুপ্ত হচ্ছে। ফলে কনটেন্ট নির্মাতারা যারা ফেসবুক ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করতেন—বিশেষ করে দীর্ঘ ভিডিওতে বিজ্ঞাপন চালিয়ে—তাঁদের সেই পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।
মেটার দাবি, তারা ভিডিও ও রিলসকে একীভূত করে ইউজারদের জন্য একটি সহজ, পরিষ্কার ও ইউনিফায়েড ইন্টারফেস তৈরি করতে চায়। এর ফলে ব্যবহারকারীরা আরও সহজে ভিডিও তৈরি, এডিট ও শেয়ার করতে পারবেন। নতুন আপডেটের সঙ্গে থাকছে উন্নত এডিটিং টুল ও ক্রিয়েটিভ ফিচার, যা ভিডিওগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
আগে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল—সর্বোচ্চ ৯০ সেকেন্ড। কিন্তু এখন সে নিয়ম বাতিল। এখন আপনি চাইলে ৩০ সেকেন্ডের শর্টস কিংবা ১০ মিনিটের পূর্ণাঙ্গ ভিডিওও রিলসে আপলোড করতে পারবেন। তবে সবকিছুই এখন ‘রিলস’—আলাদা করে ভিডিও হিসেবে আর গণ্য হবে না।
এই পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন সেই কনটেন্ট নির্মাতারা, যাঁরা দীর্ঘ ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যমে বিজ্ঞাপন থেকে রোজগার করতেন। কারণ, ‘রিলস’ থেকে এখনো তেমন বিজ্ঞাপন শেয়ারিং সুবিধা চালু হয়নি বা সীমিত আকারে রয়েছে। ফলে অনেকেরই ভিডিও আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যেতে পারে।
মেটার এই বড় পরিবর্তন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ইকোসিস্টেমে নতুন এক ধারা আনতে চলেছে। যদিও এতে ইউজার ইন্টারফেস সহজ হচ্ছে, কিন্তু নির্মাতাদের আয় নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।
সিদ্দিকা/