ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন

স্বাস্থ্য ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ০০:২৭:৩৩
কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন

হাসান: হঠাৎ কানে, নাকে বা ঠোঁটের পাশে মোটা চুল গজাতে দেখলে অনেকেই বিষয়টিকে সাধারণ শারীরিক পরিবর্তন মনে করেন। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কতা এ ধরনের পরিবর্তন অনেক সময় অভ্যন্তরীণ হরমোনগত সমস্যা বা স্বাস্থ্যঝুঁকির সংকেত হতে পারে।

হরমোনের ভারসাম্য বদলালে কী হয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হরমোনের মাত্রা ও ভারসাম্যে পরিবর্তন আসে। ফলে নাকের ভেতর বা কানের মোটা চুল সাধারণ হলেও হঠাৎ বাইরের পাশে চুল গজানো হরমোনের গড়বড়ের ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, নাকের চারপাশে অস্বাভাবিকভাবে চুল বাড়তে থাকলে তা লিভারের কার্যকারিতা দুর্বল হওয়ার সম্ভাবনা প্রকাশ করে।

PCOS, থাইরয়েড ও অতিরিক্ত চুল গজানো

হাতে-পায়ে বা শরীরের অন্য স্থানে বেশি চুল দেখা গেলে তা কখনও কখনও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) বা থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে ঘন চুল হওয়া স্বাভাবিক হলেও হঠাৎ করে অত্যধিক বৃদ্ধি হলে তা অবহেলা করা উচিত নয়।

কোন লক্ষণে চিকিৎসকের কাছে যেতে হবে

সব পরিবর্তনই বিপদজনক নয়। তবুও যদি-

হঠাৎ মোটা বা ঘন চুল গজায়

অতিরিক্ত ঘাম হয়

ওজন বেড়ে যায়

ব্রণ বা অন্যান্য হরমোনগত সমস্যা দেখা দেয়

তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ডায়াবেটিস ও টেস্টোস্টেরন বৃদ্ধির ইঙ্গিতও হতে পারে

শেষ পর্যন্ত চিকিৎসকদের মতে, ডায়াবেটিস, অথবা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলেও হঠাৎ করে ঘন বা মোটা চুল গজানো দেখা দিতে পারে। তাই নিয়মিত শারীরিক পরিবর্তনের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ