ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি-জানুন দেখার উপায়

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ২০:২৩:৩৪
আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি-জানুন দেখার উপায়

রাকিব: গত ৩ জানুয়ারি ২০২৬ বিশ্বকাপের ট্রফি কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে বিশ্বভ্রমণে যাত্রা শুরু করেছে। এর অংশ হিসেবে, আগামীকাল একদিনের জন্য ঢাকায় আসছে বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে আসছেন ফিফার প্রতিনিধি, ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা।

বাংলাদেশে আগেও তিনবার বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হয়েছে। এবারও দেশের ফুটবলপ্রেমীরা সরাসরি ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

বিশ্বব্যাপী এ সফর কোকা-কোলার উদ্যোগে আয়োজন করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফি ৩০টি ফিফা সদস্যদেশে প্রদর্শিত হবে, এবং ১৫০ দিনের বিশ্বভ্রমণের মধ্যে মোট ৭৫টি স্থানে দর্শকরা ট্রফি দেখতে পারবেন। ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ ইন্টারঅ্যাকটিভ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল। এই ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফি কাছে থেকে দেখার সুযোগ পাবেন।

আগামীকাল সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি বরণ অনুষ্ঠান। বেলা দেড়টার পর ট্রফি রাখা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে, এবং সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা ট্রফি দেখার সুযোগ পাবেন। এরপর ট্রফি ঢাকা ছাড়বে।

ট্রফি দেখার জন্য বিজয়ীদের অবশ্যই তাদের বৈধ টিকিটের প্রিন্ট কপি, সফট কপি বা স্ক্রিনশট দেখাতে হবে। যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে আনতে হবে।

আয়োজকরা সতর্ক করেছেন যে, ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া দর্শকরা ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করতে পারবেন না, ভেন্যুতে ধূমপান নিষিদ্ধ, কোনো টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না, এবং ধারালো বা নিষিদ্ধ সামগ্রী নেওয়া যাবে না। কোনো দেশ বা দলের পতাকাও সঙ্গে আনা যাবে না।

বিশ্বকাপ ট্রফি শুধুমাত্র বিশ্বকাপজয়ী দল, রাষ্ট্রপ্রধান অথবা ফিফা সভাপতি স্পর্শ করতে পারেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ