ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

দাদি হচ্ছেন শ্রাবন্তী

২০২৬ জানুয়ারি ১২ ২১:২২:৩৮
দাদি হচ্ছেন শ্রাবন্তী

হাসান: পর্দায় বহুবার মায়ের ভূমিকায় দেখা গেলেও এবার দর্শকের সামনে একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আসন্ন একটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন ‘ঠাকুর মা’ অর্থাৎ দাদির চরিত্রে। এই প্রথম কোনো প্রোজেক্টে এমন বয়সী ও ব্যতিক্রমী ভূমিকায় দেখা যাবে তাকে।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ জানিয়েছে, চলতি মাসেই নতুন এই সিরিজের শুটিং শুরু হচ্ছে। সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

বনেদি পরিবার, বিয়ে আর রহস্য

এই সিরিজের গল্প আবর্তিত হবে বাংলার এক জেলার বনেদি পরিবারকে ঘিরে। একটি বিয়ের আয়োজনের মধ্যেই ধীরে ধীরে সামনে আসতে শুরু করে নানা রহস্য। সেই জট ছাড়ানোর দায়িত্ব নেন পরিবারের ঠাকুর মা যার ভূমিকায় থাকছেন শ্রাবন্তী।

প্রযোজনা সংস্থার ঘোষণা থেকেই ইঙ্গিত মিলেছে, ঠাকুমা ও নাতনির যুগলবন্দি হবে এই সিরিজের অন্যতম বড় আকর্ষণ।

নাতনির চরিত্রে কে?

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নাতনির চরিত্রে অভিনেত্রীর নাম জানানো হয়নি, তবে ইন্ডাস্ট্রি সূত্রে গুঞ্জন, এই ভূমিকায় থাকতে পারেন দিব্যাণী মণ্ডল। তিনি ছোট পর্দার পরিচিত মুখ। ‘ফুলকি’ ধারাবাহিকের পর তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-এর একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন, যার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার ওয়েব সিরিজে তার নতুন ইনিংস শুরু হতে যাচ্ছে।

টলিপাড়ায় ইতিমধ্যে আলোচনায় এসেছে শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল নিয়েও। অনেকেই মনে করছেন, এই সাদৃশ্য পর্দায় দাদি-নাতনির সম্পর্ককে আরও বাস্তবসম্মত করে তুলবে।

শ্রাবন্তীর বক্তব্য

এই নতুন চরিত্র নিয়ে শ্রাবন্তী বলেন, “নতুন বছরে নতুন ধরনের গল্পের অংশ হচ্ছি। এবার ঠাকুমার চরিত্রে। গ্র্যান্ডচাইল্ডের সঙ্গে রহস্য সমাধান করব।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ