ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার ম’রদেহ উ’দ্ধার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১৯:৪৮:৫৯
রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার ম’রদেহ উ’দ্ধার

রাকিব: রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) রহস্যজনকভাবে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে তাঁর বাড়িতে দুষ্কৃতকারীরা প্রবেশ করে।

ঘটনার বর্ণনায় জানা যায়, দুষ্কৃতকারীরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং আনোয়ার উল্লাহ ও তাঁর স্ত্রীর হাত-পা এবং মুখ বেঁধে রাখে। পরে তিনি শ্বাসরোধে নিহত হন। তাদের ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। পুলিশ জানাচ্ছে, এই ঘটনা কেবল চুরির উদ্দেশ্যেই ঘটেনি, বরং পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনা রয়েছে।

মরহুম মোহাম্মদ আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রোকন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক ও সমাজসেবক হিসেবে সমাদৃত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (মঙ্গলবার) বিকেল ৩:৩০ টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কুমিল্লার লাকসামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর শাখার নেতারা মোহাম্মদ আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, “মোহাম্মদ আনোয়ার উল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও সমাজসেবক। তাঁর নির্মম হত্যাকাণ্ডে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম।” নেতারা দ্রুত হত্যার কারণ উদঘাটন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ