ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিপিএলের সিলেট পর্ব শেষ: পয়েন্ট, ব্যাট-বলে শীর্ষ পাঁচে যারা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১৮:৪০:২৯
বিপিএলের সিলেট পর্ব শেষ: পয়েন্ট, ব্যাট-বলে শীর্ষ পাঁচে যারা

হাসান: সিলেট পর্বের পর্দা নামতেই বিপিএল ২০২৬-এর নাটক জমে উঠেছে আরও বেশি। এখন চোখ ঢাকার দিকে। বৃহস্পতিবার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা পর্ব। এখানেই অনুষ্ঠিত হবে লিগ পর্বের বাকি শেষ ছয়টি ম্যাচ মোট ৩০ ম্যাচের এই পর্বেই নির্ধারিত হবে প্লে-অফের শেষ দল ও কে খেলবে কোয়ালিফায়ার, কে নামবে এলিমিনেটরে।

শেষ চারের তিন দল চূড়ান্ত

সিলেট পর্ব শেষ হতেই নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের তিন দল। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স শেষ চারে জায়গা করে নেয় চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের সঙ্গে।৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রাজশাহী। চট্টগ্রাম ও সিলেটের পয়েন্ট সমান (১০), তবে নেট রান রেটে এগিয়ে চট্টগ্রাম।

বর্তমান পয়েন্ট তালিকা

দলম্যাচজয়হারপয়েন্টনেট রান রেট
রাজশাহী ১২ 0.637
চট্টগ্রাম ১০ 0.888
সিলেট ১০ 0.849
রংপুর 0.176
ঢাকা -0.636
নোয়াখালী -1.101

ঢাকা পর্বে নির্ধারিত হবে কে হবে চতুর্থ প্লে-অফ দল এবং কোন দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটরে।

ব্যাট হাতে নাজমুলের রাজত্ব

প্লে-অফ নিশ্চিত করা রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮ ইনিংসে করেছেন ২৯২ রান। একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে তার স্ট্রাইক রেট ১৪২.৪৩।

শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনজন বাংলাদেশি ও দুইজন বিদেশি ব্যাটার।

শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

র‍্যাংকব্যাটসম্যানদলইনিংসসর্বোচ্চস্ট্রাইক রেট১০০/৫০
নাজমুল হোসেন রাজশাহী ১০১* ১৪২.৪৩ ১/১
পারভেজ হোসেন সিলেট ৬৫* ১৩০.৩১ ০/৩
অ্যাডাম রসিংটন চট্টগ্রাম ৭৩* ১৩৯.৪৫ ০/৩
তাওহিদ হৃদয় রংপুর ৯৫* ১২৭.৯৯ ০/২
ডেভিড মালান রংপুর ৬৩* ১০৫.৭২ ০/২

বোলিংয়ে বাংলাদেশের দাপট

বোলিং চার্টে পুরোপুরি আধিপত্য বাংলাদেশের। শীর্ষ পাঁচ বোলারই স্থানীয়। নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ১৪ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। ২৮.২ ওভারে মাত্র ৬.০৭ ইকোনমিতে রান দিয়ে তার ধারাবাহিকতা আলাদা করে নজর কাড়ছে।

শীর্ষ পাঁচ বোলার

উইকেটবোলারদলওভারসেরাইকোনমি৪/৫
১৪ হাসান মাহমুদ নোয়াখালী ২৮.২ ৪/২৬ ৬.০৭ ১/-
১৩ শরীফুল ইসলাম চট্টগ্রাম ২৫.০ ৩/১৮ ৬.১২ -/-
১৩ মোস্তাফিজুর রহমান রংপুর ৩০.০ ৩/১৮ ৭.০৬ -/-
১৩ রিপন মন্ডল রাজশাহী ২৪.০ ৪/৩০ ৮.৪৫ ১/-
১২ নাসুম আহমেদ সিলেট ৩৪.০ ৫/৭ ৬.২৬ -/১

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ