ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিটিসিএল গ্রাহকদের জন্য বড় সুখবর: এক বিলেই ৩ গুণ বেশি গতি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ১৭:০৫:২৪
বিটিসিএল গ্রাহকদের জন্য বড় সুখবর: এক বিলেই ৩ গুণ বেশি গতি

হাসান: দেশের সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেটে শুরু হলো এক নতুন অধ্যায়। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের গ্রাহকদের জন্য কোনো অতিরিক্ত টাকা না বাড়িয়ে ইন্টারনেটের গতি সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিজিটাল সেবাকে আরও গতিশীল ও নাগালের মধ্যে আনতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই নতুন প্যাকেজ ও গতির তথ্য প্রকাশ করা হয়।

একই বিল, মিলবে অনেক বেশি গতি

বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ওপর নতুন কোনো আর্থিক বোঝা চাপানো হচ্ছে না। বরং একই মাসিক বিলেই তারা এখন পাবেন অনেক বেশি স্পিড। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ব্রডব্যান্ড নেটওয়ার্ককে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং, অফিসের কাজ, ফ্রিল্যান্সিং ও গেমিং সবকিছুই হবে আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত।

বিটিসিএলের নতুন গতি ও প্যাকেজ এক নজরে

সাশ্রয়ী প্যাকেজ

আগে ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস ‘সুলভ-৫’

এখন- ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’

শিক্ষার্থী ও সাধারণ গ্রাহক

৫০০ টাকার ১২ এমবিপিএস প্যাকেজ- ২৫ এমবিপিএস

শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস-১৫’ (৫০০ টাকা)- ৫০ এমবিপিএস

মাঝারি গতির প্যাকেজ

৮০০ টাকা- ৫০ এমবিপিএস

১০৫০ টাকা- ১০০ এমবিপিএস

১১৫০ টাকা- ১২০ এমবিপিএস

উচ্চগতির ও পেশাদার প্যাকেজ

১৩০০ টাকা- ১৩০ এমবিপিএস

১৫০০ টাকা- ১৫০ এমবিপিএস

১৭০০ টাকা- ১৭০ এমবিপিএস

ডিজিটাল বাংলাদেশের পথে আরেক ধাপ

বিটিসিএল মনে করছে, এই উচ্চগতির ব্রডব্যান্ড শুধু বিনোদনের সুযোগই বাড়াবে না, বরং শিক্ষা, গবেষণা, ব্যবসা ও সরকারি সেবায়ও বড় ধরনের গতি আনবে। বিশেষ করে গ্রাম ও শহরতলির মানুষ নির্ভরযোগ্য ও দ্রুত ইন্টারনেট পেয়ে ডিজিটাল সুবিধার সঙ্গে আরও বেশি যুক্ত হতে পারবেন।

একই দামে তিন গুণ গতি এই উদ্যোগ সরকারি টেলিকম খাতকে দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ