সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
বিশ্বে ১৯৮ দেশের মাঝে বাংলাদেশের গড় আইকিউ কত?
হাসান: বাংলাদেশিদের বুদ্ধিমত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রসিকতা কিংবা বিদ্রূপ শোনা যায়। কেউ কেউ বলেন, দেশের মানুষের আইকিউ কম। কিন্তু বাস্তবে বাংলাদেশের গড় বুদ্ধিমত্তা কত, তা কীভাবে মাপা হয় এবং বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর অনেকেরই অজানা।
আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট মূলত মানুষের মানসিক সক্ষমতা পরিমাপের একটি সূচক। বাংলায় যাকে বলা যায় ‘বুদ্ধিমাত্রা’। সাধারণত মানুষের বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ভিত্তিতে আইকিউ নির্ধারণ করা হয়। যদিও এটি মাপার বিভিন্ন পদ্ধতি রয়েছে, কোনো একক সর্বজনস্বীকৃত সূত্র নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ১৯৯টি দেশের গড় আইকিউ নিয়ে একটি বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে। এই গবেষণাটি মূলত ব্রিটিশ মনোবিজ্ঞানী রিচার্ড লিনের তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। এতে দেশভিত্তিক গড় আইকিউয়ের পাশাপাশি ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইনডেক্স (ICI) ও প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (PISA) স্কোরও বিবেচনায় নেওয়া হয়েছে।
এই তালিকায় শীর্ষে রয়েছে জাপান, যার গড় আইকিউ স্কোর ১০৬.৪৮। মাত্র ০.০১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে তাইওয়ান (১০৬.৪৭) এবং ১০৫.৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। শীর্ষ ছয়ের মধ্যে রয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আধিপত্য চতুর্থ হংকং (১০৫.৩৭), পঞ্চম চীন (১০৪.১) এবং ষষ্ঠ দক্ষিণ কোরিয়া (১০২.৩৫)।
ইউরোপীয় দেশগুলো তালিকায় উঠে আসে সপ্তম স্থান থেকে। বেলারুশ (১০১.৬), ফিনল্যান্ড (১০১.২), লিচেনস্টাইন (১০১.০৭) এবং জার্মানি (১০০.৭৪)—এই চারটি দেশ যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে রয়েছে। লক্ষণীয় বিষয় হলো, শীর্ষ দশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম নেই।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ পিছিয়ে। তালিকার ১৯৮ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৫০তম, যেখানে দেশের গড় আইকিউ স্কোর ৭৪.৩৩। একই তালিকায় ভারত ১৪৩তম (৭৬.৭৪), পাকিস্তান ১২০তম (৮০) এবং আফগানিস্তান ১০৩তম (৮২) অবস্থানে রয়েছে।
বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে বেশ কিছু এশীয় দেশ। যেমন মিয়ানমার ৫২তম (৯১.১৮), ইরাক ৬১তম (৮৯.২৮), থাইল্যান্ড ৬৪তম (৮৮.৮৭), ভুটান ৬৮তম (৮৭.৯৪), শ্রীলঙ্কা ৭১তম (৮৮.৬২) এবং মালয়েশিয়া ৭৩তম (৮৭.৫৮)।
বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যেও বড় পার্থক্য দেখা যায়। যুক্তরাষ্ট্র রয়েছে ২৯তম (৯৭.৪৩), রাশিয়া ৩৫তম (৯৬.২৯) এবং ইউক্রেন ৫৭তম (৯০.০৭) অবস্থানে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫ হলে সেটিকে স্বাভাবিক বা গড় বুদ্ধিমত্তা ধরা হয়। ১৩০ বা তার বেশি হলে উচ্চ বুদ্ধিমত্তা, আর ১৬০ ছাড়ালে তাকে ‘জিনিয়াস’ হিসেবে গণ্য করা হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে স্কেলে বড় সুখবর: গ্রেড বহাল রেখে বেতন বাড়বে ৯০ শতাংশ-দেখুন বিস্তারিত
- নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত চূড়ান্ত হল? জেনে নিন সব তথ্য
- নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- বিসিবি ও আইসিসির ভার্চুয়াল কল: যে সিদ্ধান্ত আসলো ভারতে খেলা নিয়ে
- নবম পে-স্কেলে বৈষম্যমুক্ত: সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ১.২৮ লাখ টাকা
- আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা