ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ভারতের মাটিতে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ না খেললে যত লোকসান হবে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১৭:৩৬:৫৩
ভারতের মাটিতে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ না খেললে যত লোকসান হবে

হাসান: বাংলাদেশ সরকার ও বিসিবির আপত্তির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারছে না টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই পরিবর্তন ভারতের জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি করছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে বিসিসিআই কতটা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে তার হিসেবও প্রকাশ করা হয়েছে।

২০২৬ সালের ২০ দলীয় বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৪টি করে ম্যাচ। বাংলাদেশের এই চারটি ম্যাচের তিনটি খেলা হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। ভাষা, সংস্কৃতি এবং দর্শক আকর্ষণ মিলিয়ে কলকাতার ম্যাচ মানেই গ্যালারিতে ভিড় উপচে পড়ত।

তবে এখন তা আর সম্ভব হচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ও বাংলাদেশ সরকার কঠোর অবস্থান নিয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ কোনো ম্যাচ খেলবে না। পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা নির্বাচিত হয়েছে।

মূল সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে খেলার কথা ছিল। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট মূল্য এবং ম্যাচ ডে আয় হিসাব করলে এই চার ম্যাচ থেকে ৭ থেকে ৩০ কোটি ভারতীয় রুপির লোকসান হতে পারে। এছাড়া স্থানীয় স্পন্সরশিপ ও হসপিটালিটি খাত থেকেও ভারতের জন্য আর্থিক প্রভাব পড়বে।

তবে ভারতের জন্য কিছু আশার আলো আছে। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হলে, শ্রীলঙ্কায় হওয়ার কিছু অন্যান্য ম্যাচ ভারতে স্থানান্তর করা যেতে পারে, যা দর্শকদের আক্ষেপ কমাতে সহায়ক হবে। সবশেষে, নতুন সূচি নির্ধারণের দায়িত্ব এখন পুরোপুরি আইসিসির হাতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ