ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

নবম পে স্কেলের সুপারিশ জমা নিয়ে যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ১৬:৪২:৩১
নবম পে স্কেলের সুপারিশ জমা নিয়ে যা জানা গেল

হাসান: সরকারি চাকুরেদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে পে কমিশনের ৫ ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত কোনো সুপারিশ বা সুখবর আসেনি। বরং কমিশনের সম্ভাব্য কর্মপরিকল্পনায় দেখা যাচ্ছে, নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক ও পরবর্তী ধাপ বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সভায় অনলাইনে সংগৃহীত জনমত ও কর্মচারী সংগঠনগুলোর দেওয়া প্রস্তাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, কমিশনের খসড়া প্রতিবেদন প্রায় প্রস্তুত থাকলেও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী প্রয়োজন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে চলতি ডিসেম্বরে আরও দুটি এবং জানুয়ারির শুরুতে অন্তত একটি পূর্ণাঙ্গ বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিশনের। সে অনুযায়ী, জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের আগে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

অসন্তোষে ফুঁসছেন কর্মচারী নেতারা কমিশনের এই ধীরগতির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব জানান, তারা ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন। জানুয়ারি পর্যন্ত সময়ক্ষেপণ তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ নিয়ে আজ সন্ধ্যায় কর্মচারী নেতারা জরুরি আলোচনায় বসছেন বলে জানা গেছে।

নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে বড় শঙ্কা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক এই বিলম্বের নেতিবাচক দিক তুলে ধরে বলেন, “আগামী ১২ জানুয়ারি জাতীয় নির্বাচন। কমিশন যদি ১৫ জানুয়ারির পর রিপোর্ট দেয়, তবে বর্তমান সরকারের পক্ষে গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব হবে। সাধারণত নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক বছর পে স্কেল দিতে চায় না। ফলে এখনই সিদ্ধান্ত না হলে কর্মচারীদের দীর্ঘ সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে।”

সামগ্রিক পরিস্থিতিতে দেশের সরকারি দপ্তরগুলোতে ক্ষোভ বাড়ছে। কর্মচারীদের দাবি হয় ডিসেম্বরেই পে স্কেল ঘোষণা করতে হবে, নয়তো রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ