ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

নবম জাতীয় পে-স্কেল: বৈঠক আজ, চূড়ান্ত সুপারিশের সম্ভাবনা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৭ ১৭:৪২:৫৫
নবম জাতীয় পে-স্কেল: বৈঠক আজ, চূড়ান্ত সুপারিশের সম্ভাবনা

হাসান: নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে আজ (বুধবার) সচিবালয়ে বৈঠকে বসবেন জাতীয় বেতন কমিশনের স্থায়ী ও অস্থায়ী সকল সদস্য। বৈঠক শুরু হবে দুপুর ৩টায়, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে সুপারিশ চূড়ান্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

পে কমিশনের এক কর্মকর্তা আজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কমিশন ইতিমধ্যেই কয়েক দফা সভা করেছে। তিনি জানান, বৈঠকে পে-স্কেল সংক্রান্ত সুপারিশ নিয়ে আলোচনা হবে, তবে একবারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা তা এখন বলা যাচ্ছে না। বিভিন্ন বিষয় জটিল হওয়ায় প্রয়োজনে আরও বৈঠক হতে পারে।

অনলাইনে মতামত ও প্রস্তাবনা পর্যালোচনা

কমিশন সূত্র জানায়, অনলাইনে প্রাপ্ত মতামত এবং বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা যাচাই-বাছাই করে সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু পে-স্কেলের সঙ্গে যুক্ত জটিল বিষয় একসাথে সমাধান করা সহজ নয়।

কমিশনের মনোভাব: বাস্তবসম্মত সুপারিশ

জাতীয় বেতন কমিশন জানিয়েছে, নবম পে-স্কেল সংক্রান্ত বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ চলছে। এখনও পুরো প্রতিবেদন প্রস্তুত হয়নি। কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি কর্মচারীদের মহাসমাবেশ বা কঠোর কর্মসূচি কমিশনের কাজকে প্রভাবিত করেনি।

কমিশন বাস্তবসম্মত সুপারিশ তৈরিতে মনোযোগী। প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠনের প্রস্তাবনা গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, কিন্তু তা আটকানো বা আশ্বাস দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রণয়নে কাজ করছি।

চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সময়সূচি

নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন কখন প্রকাশ হবে, এমন প্রশ্নের উত্তরে কমিশনের কর্মকর্তা জানান, রিপোর্ট প্রস্তুত হলে সাংবাদিকদের সবুজ সংকেত দেওয়া হবে। এরপর চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ