ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

নবম পে স্কেল: চূড়ান্ত আল্টিমেটাম, ৩ দিনের কর্মবিরতির ডাক

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ৩০ ২১:২৭:৪৬
নবম পে স্কেল: চূড়ান্ত আল্টিমেটাম, ৩ দিনের কর্মবিরতির ডাক

হাসান: প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার সরাসরি রাজপথে বিস্ফোরিত হয়েছে। ৯ম পে-স্কেল দ্রুত ঘোষণা এবং জ্বালানি উপদেষ্টার বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি মানা না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ চলবে।

কেন এত ক্ষোভ, কেন আন্দোলন?

সমাবেশে বক্তারা বলেন, গত ১১ বছরে কোনো নতুন পে-স্কেল না থাকায় বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।তাদের অভিযোগ, ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও তা কার্যকর করতে গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে।

এর ওপর ‘বর্তমান সরকার পে-স্কেল দেবে না’—জ্বালানি উপদেষ্টার এমন মন্তব্য কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে বলে জানান তারা।

৭ দফা দাবির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

সমাবেশ থেকে ঘোষিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

নতুন বেতন কাঠামো:সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ করে ৯ম পে-স্কেল বাস্তবায়ন।

বাতিল সুবিধা ফেরত:২০১৫ সালের পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।

অন্যান্য দাবি:স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু, গ্র্যাচুইটির হার ১০০ শতাংশ করা এবং রেশন পদ্ধতি প্রবর্তন।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি

দাবি আদায়ে ঐক্য পরিষদের ঘোষিত রোডম্যাপ-

? ১–৩ ফেব্রুয়ারি:প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব সরকারি দপ্তরের সামনে ২ ঘণ্টার অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ।

৬ ফেব্রুয়ারি:দাবি মানা না হলে শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’।

‘দেয়ালে পিঠ ঠেকে গেছে’—সংগঠনের হুঁশিয়ারি

৩৫টিরও বেশি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্পষ্ট ভাষায় বলেন,“দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আমরা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ