ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে কারা: কাদের পক্ষে সবশেষ জরিপ?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ৩০ ২১:১৯:০৭
আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে কারা: কাদের পক্ষে সবশেষ জরিপ?

হাসান: নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি এই সময়েই দ্রুত বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জনসমর্থন। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এই দুই ঘটনাই ধানের শীষের পক্ষে জনমনে আগ্রহ ও আবেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।

জরিপে এগিয়ে বিএনপি

সর্বশেষ জরিপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ও তাদের জোট সম্ভাব্য ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াত ও তাদের জোটের সম্ভাব্য ভোট ৩১ শতাংশ। জরিপের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিএনপির সম্ভাব্য ভোটের ২৬.৬ শতাংশ এসেছে আগে অনির্ধারিত বা সিদ্ধান্তহীন ভোটারদের কাছ থেকে। তুলনায় জামায়াতের ক্ষেত্রে এই হার ১৪.১ শতাংশ।

কোথা থেকে এ তথ্য?

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনোভিশন কনসালটিং তাদের গবেষণা ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (PEPS) রাউন্ড–৩’-এর ফলাফল প্রকাশ করে। সেখানেই উঠে আসে এই চিত্র।

তারেক রহমানই কি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী?

জরিপে অংশ নেওয়া ৪৭.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, তারেক রহমানই হতে পারেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। একই প্রশ্নে ২২.৫ শতাংশ শফিকুর রহমানের নাম উল্লেখ করেছেন, ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। তবে এখনও ২২.২ শতাংশ ভোটার এ বিষয়ে অনিশ্চিত।

ভোটের স্থানান্তরে চাপ জামায়াতের দিকে

সার্বিকভাবে দেখা যাচ্ছে, বিএনপি তাদের ঐতিহ্যবাহী ভোটব্যাংক ধরে রাখার পাশাপাশি আগের রাউন্ডে জামায়াত বা এনসিপিকে সমর্থন করা কিছু ভোটারকেও নিজেদের দিকে টানতে পেরেছে। যদিও দুই পক্ষের মধ্যেই কিছু ভোট স্থানান্তর হয়েছে, তবে মোট হিসাবে পরিবর্তনের চাপ বেশি পড়েছে জামায়াতের দিকেই, যা তাদের বর্তমান ভোটভাগে প্রভাব ফেলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ