ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিশ্বকাপের আগে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ফ্রান্স: দেখুন কবে, কোথায়?

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ০২:৪৬:৫৪
বিশ্বকাপের আগে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ফ্রান্স: দেখুন কবে, কোথায়?

হাসান: ২০২৬ ফিফা বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে বেছে নিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে। আগামী মার্চ মাসে সেখানে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ল্যাটিন আমেরিকার দুই শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিল ও কলম্বিয়ার মুখোমুখি হবে ‘লে ব্লুরা’।

বিশ্বকাপের ভেন্যুতেই প্রস্তুতি: ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম নিজেই এই প্রীতি ম্যাচ দুটির সূচি নিশ্চিত করেছেন। তাঁর মতে, মূল টুর্নামেন্ট যেখানে হবে, সেই কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়াটা দলের জন্য বড় প্লাস পয়েন্ট। দেশম বলেন, “যেখানে বড় আসরটি বসবে, সেখানকার পরিবেশে ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের প্রস্তুতির জন্য দারুণ কাজে দেবে।”

ম্যাচের তারিখ:

আগামী ২৩ মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্স আপরা, ৩১ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা বস্টনে।

বোস্টন ও ওয়াশিংটনে লড়াই: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে বোস্টনে। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে বোস্টন শহরকেই নিজেদের প্রধান ‘বেজ ক্যাম্প’ বা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে ফরাসিরা। অন্যদিকে, কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে।

গ্রুপ বিন্যাস ও কোচিংয়ে পরিবর্তন: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স গ্রুপ ‘আই’-তে লড়াই করবে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সেনেগাল ও নরওয়ে। এছাড়া ইরাক, বলিভিয়া বা সুরিনামের মধ্যে প্লে-অফে বিজয়ী দলটি এই গ্রুপে যুক্ত হবে। দিদিয়ের দেশম জানিয়েছেন, তিনি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। তবে ফরাসি ফুটবল ভক্তদের জন্য বড় খবর হলো, বিশ্বকাপের পরেই ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়ছেন দেশম। তাঁর উত্তরসূরি হিসেবে ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ কাতার বিশ্বকাপেও ফাইনালে খেলেছিল। এবার মার্কিন মুলুকে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের মহড়াটা জয় দিয়ে শুরু করতে চায় ফরাসিরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ