ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১১ ০০:৫৯:১৫
পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া ১৫ ডিসেম্বরের আল্টিমেটাম কার্যত নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এত স্বল্প সময়ের মধ্যে নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব নয়।

কর্মচারীরা ঘোষণা দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামবেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল ঘোষণা সহজ বিষয় নয় এর সঙ্গে অনেকগুলো প্রক্রিয়া যুক্ত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এত দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।

১. পে-স্কেল ও কমিশনের বর্তমান অবস্থা

জুলাই মাসে গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছিল। অর্থাৎ কমিশনের হাতে এখনও ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে।

অন্যদিকে সরকারি কর্মচারীরা দাবি আদায় ঐক্য পরিষদের মাধ্যমে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন।

অর্থ উপদেষ্টার এই মন্তব্যের ফলে নবম পে-স্কেলকে কেন্দ্র করে সরকার ও আন্দোলনরত কর্মচারীদের মধ্যে উত্তাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

২. অর্থনীতি ও উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টার মন্তব্য

এর আগে রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানা দিক তুলে ধরেন ড. সালেহউদ্দিন আহমেদ।

দারিদ্র্য বৃদ্ধির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন-

প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা

আইনের শিথিলতা

দুর্নীতি

প্রশাসনিক জটিলতা

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা না করলে দারিদ্র্য আরও বাড়তে পারে।

উদ্যোক্তা তৈরি, বিশেষ করে নারী উদ্যোক্তা গড়ে তোলার ওপর তিনি আলাদা গুরুত্ব আরোপ করেন। তাঁর ভাষায়, নারীরা হিসাবী, উদ্যমী এবং পরিবারকল্যাণে বেশি খরচ করেন। তাই তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি।

এছাড়া তিনি বিকেন্দ্রীকরণের (Decentralization) ওপর জোর দিয়ে বলেন, শহরমুখী সুবিধাগুলো ছড়িয়ে দিতে হবে, গ্রামকে আরও আকর্ষণীয় করতে হবে। এসডিএফের মতো প্রতিষ্ঠানকে আরও বেশি সুবিধাভোগী যুক্ত করে মানবকল্যাণে বড় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ