সদ্য সংবাদ
হঠাৎ প্রকাশ্যে ওবায়দুল কাদের, নির্বাচন নিয়ে দিলেন বিস্ফোরক বার্তা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১০ মাস আত্মগোপনে থাকার পর হঠাৎই প্রকাশ্যে এলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মধ্যরাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফের সরব হয়ে জানিয়ে দিলেন— আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
এই ভিডিওটি প্রথম সামাজিক মাধ্যমে শেয়ার করেন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলম। তিনি লিখেন, “দীর্ঘ বিরতির পর আবারও সামনে এলেন দলের সাবেক সাধারণ সম্পাদক।”
ভিডিওতে কাদের বলেন, “আজকের বিচারব্যবস্থা যেন ক্যাঙ্গারু কোর্টের মতো। আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা পালিয়ে যাব না। প্রয়োজনে বিএনপির ফখরুল সাহেবের বাসায় গিয়েও আশ্রয় নেব, কিন্তু প্রতিরোধ থেমে থাকবে না।”
এই বক্তব্যে আবারও ফিরে এসেছে ওবায়দুল কাদেরের চিরচেনা কড়া রাজনৈতিক ভাষা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একজন রাজনীতিকের বক্তব্য নয়, বরং আগামী নির্বাচনের আগে নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোনো নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।”
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কাদের প্রশ্ন ছুঁড়ে দেন— তারা আদৌ নির্বাচন দেবে কি না, সেই সন্দেহ থেকেই যাচ্ছে।তার ভাষায়, “সংস্কারপন্থী জোটের নামে যে অশুভ জোট গঠিত হয়েছে, তারা জাতিকে বিভ্রান্ত করছে। আমরা এই ধারা রুখে দেব।”
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে এক নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের সূচনা ঘটে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ক্ষমতা হারায়, এবং নতুন সরকার গঠিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান দলের অনেক শীর্ষ নেতা। সেই সময় থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ওবায়দুল কাদের।
তার এই আকস্মিক আবির্ভাব ও নির্বাচনী বার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি হয়তো আওয়ামী লীগের সম্ভাব্য ‘পুনরুদ্ধার যুদ্ধের’ সূচনা।
বিশ্লেষকদের মতে, এই ভিডিও বার্তা কেবল একটি বিবৃতি নয়— বরং এটি একটি নতুন রাজনৈতিক বাস্তবতারও বার্তাবাহক। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে।
–সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- রেকর্ড পরিমাণ কমেছে জ্বালানি তেলের দাম
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- স্বর্ণের বাজারে ধস: কমছে দাম
- আবারও কমে গেল সোনার দাম
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস